X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঈদে চিড়িয়াখানায় আসবেন লাখো দর্শনার্থী, পুরোদমে চলছে প্রস্তুতি

আসাদ আবেদীন জয়
১২ এপ্রিল ২০২৩, ১৮:৩৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১০:৪৯

রাজধানীর মিরপুরে ১৮৬ একর জায়গা নিয়ে গঠিত জাতীয় চিড়িয়াখানা। বর্তমানে এখানে ১৩১ প্রজাতির ৩ হাজার ৩৪২টি প্রাণী আছে। ঈদুল ফিতরকে সামনে রেখে চিড়িয়াখানা সাজছে নতুন সাজে। বিভিন্ন প্রাণীর শেডগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।

কর্তৃপক্ষ আশা করছে, এবারের ঈদের ছুটিতে কমপক্ষে এক থেকে দেড় লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় ঘুরতে আসবেন। প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে হুইল চেয়ারের। এছাড়া দর্শনার্থীদের ব্যবস্থাপনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছাসেবক চাওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে চিড়িয়াখানাকে সাজানো হয়েছে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা ধারণা করছি ঈদে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। ঈদ উপলক্ষে আমাদের দুটি কাজ—প্রাণীদের শেডগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং চিড়িয়াখানা সাজানোর ব্যবস্থা করা।’

কাজের অগ্রগতি নিয়ে তিনি জানান, নিয়মিত প্রাণীদের শেড এবং শেডের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সুসজ্জিত করার জন্য দিকনির্দেশক সাইনবোর্ডের সংখ্যা বাড়বে।

 

সরেজমিন দেখা গেছে, ইতোমধ্যে অনেক জায়গায় দিকনির্দেশক নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। স্থাপন করা হয়েছে নতুন স্ট্যান্ড। সেগুলোতে এখন লেখার কাজ চলছে।

পরিচালক রফিকুল ইসলাম আরও  বলেন, ‘সাজানোর জন্য গেট থেকে শুরু করে কিছু রঙিন পতাকা লাগাবো, যাতে শিশুরা সেগুলো দেখে আনন্দ পায়। ইতোমধ্যে আমরা এ কাজগুলোও শুরু করে দিয়েছি।’

তথ্যকেন্দ্রে পাওয়া যাবে হুইল চেয়ার

বৃদ্ধ-প্রতিবন্ধীদের জন্য থাকছে হুইল চেয়ারের ব্যবস্থা

ড. রফিকুল ইসলাম উল্লেখ করেন, তথ্যকেন্দ্র থেকে দর্শনার্থীরা সেবা পাবেন। আমাদের তথ্যকেন্দ্রে স্টাফ নিয়োজিত থাকবে, যাতে কোনও দর্শনার্থীর সমস্যা হলে তারা সাহায্য করতে পারেন। ঘুরতে আসা বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এ ব্যবস্থা আমরা সবসময় করে আসছি, এবারও করা হবে। এই চেয়ার পাওয়া যাবে চিড়িয়াখানার তথ্যকেন্দ্র থেকে।’

দর্শনার্থী ব্যবস্থাপনায় লাগছে স্বেচ্ছাসেবক

কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় অতিরিক্ত দর্শনার্থী সমাগম ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের কাছে স্বেচ্ছাসেবক ও কর্মী চেয়ে অনুরোধ করা হয়েছে।

চিড়িয়ানার ভেতরের ম্যাপ

জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘ঈদের সময় সবচেয়ে বড় বিষয় হলো বিপুলসংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। এই কাজটির জন্য আমরা কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিবার অন্যান্য প্রতিষ্ঠান থেকে অফিসার-কর্মচারীদের তিন দিনের জন্য এখানে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়। আশা করি, এবারও দেওয়া হবে। দর্শনার্থীদের যেন কোনও ধরনের সমস্যা না হয়, তারা যেন নিরাপদে চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’

পেখম মেলেছে ময়ুর

চিড়িয়াখানায়ও আছে শিশুপার্ক

শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে চিড়িয়াখানায় রয়েছে শিশুপার্ক। রফিকুল ইসলাম বলেন, ‘চিড়িয়াখানায় একটি শিশুপার্ক আছে, একটি জাদুঘর আছে। আমাদের শিশুপার্কটি খুব ছোট। যেহেতু শিশুরাই চিড়িয়াখানার মূল দর্শক এবং চিড়িয়াখানা শিক্ষার একটা মাধ্যমও—তাই শিশুরা ভ্রমণে এসে যাতে ভিন্ন একটা স্বাদ পায়, সে জন্যই পার্কটি তৈরি করা। ঈদের সময় অনেক মানুষ আসবে। শিশুপার্কে এত মানুষ ধরবে না। তারপরও সেখানে কিউ তৈরি করে শিশুদের বিনোদন দিতে আমরা চেষ্টা করবো।’

কুমির চিড়িয়াখানার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ঈদ সামনে রেখে ইতোমধ্যে অচল কিছু অ্যাকুরিয়াম সচল করা হয়েছে। আনা হয়েছে নতুন প্রজাতির মাছ। নতুন করে সাজানো হয়েছে অ্যানিমেল স্টাফড আইটেম। পুরনোগুলো মেরামত করা হয়েছে। আসন্ন ঈদে সরকারি বন্ধের দিনেও চিড়িয়াখানা খোলা থাকবে।

এসেছে শিশু জেব্রা

বাংলাদেশের জাতীয় এই চিড়িয়াখানায় সম্প্রতি জেব্রা ও জলহস্তী বাচ্চা প্রসব করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, শিশু জেব্রাটির বয়স দুই থেকে তিন মাস। জলহস্তীরও বাচ্চা হয়েছে। তার বয়সও দুই থেকে তিন মাস হবে।

নতুন অতিথি শিশু জেব্রা

ড. রফিকুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে চিড়িয়াখানায় বাঘ আছে ১৩টি, সিংহ আছে ৭টি, হাতি আছে ৫টি, জিরাফ আছে ৭টি, জেব্রা ৮টি, জলহস্তী  ১৩টি, ক্যাঙ্গারু ২টি, ভাল্লুক চারটি, হায়েনা ৩টি এবং গণ্ডার আছে একটি।’

ছবি: আসাদ আবেদীন জয়

/এসটিএস/আরকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা