X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গরমে অস্থির চিড়িয়াখানার প্রাণীরা

আসাদ আবেদীন জয়
১১ মে ২০২৩, ২০:৫৭আপডেট : ১১ মে ২০২৩, ২১:১১

দেশের চলমান দাবদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছেন নগরবাসী, অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত বৃষ্টির। একইভাবে মানুষের সঙ্গে হাঁপিয়ে উঠেছে প্রাণিকুলও৷ প্রাণীরাও খুঁজে বেড়াচ্ছে শীতল জায়গা কিংবা পানির সান্নিধ্য। 

বৃহস্পতিবার (১১ মে) মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সরেজমিন দেখা যায় প্রচণ্ড গরমে প্রাণীদের হাঁসফাঁস করতে থাকার চিত্র। সব প্রাণীই রোদের তাপ থেকে নিজেকে বাঁচাতে আশ্রয় নিয়েছে গাছ কিংবা শেডের ছায়ায়।

গরম থেকে বাঁচতে পানির কলের কাছে আশ্রয় নিয়েছে নীলগাই

যেসব প্রাণীর খাঁচায় পানির ব্যবস্থা আছে বা গোসলের ব্যবস্থা করা আছে সেসব প্রাণী নিজেকে ডুবিয়ে রেখেছে পানিতে। আর যেসব খাঁচায় এ রকম ব্যবস্থা নেই সেসব আশ্রয় নিয়েছে খাঁচার শীতলতম জায়গাটিতে। সেটা কখনও গাছের ছায়ায় কখনও বা শেডের ছায়ায় অথবা দেয়াল ঘেঁষে থাকা এক চিলতে ছায়ায়।

গরমে অস্থির হয়ে প্রাণীরা যখন ছায়ায় অবস্থান করছে তখন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরা পড়ছেন ভিন্ন সমস্যায়। তারা জানান, গরমের কারণে দূরে চলে যাওয়ায় তারা ঠিকভাবে অনেক প্রাণীই দেখতে পারেননি। তবে এ নিয়ে তাদের ছিল না কোনও আফসোস।

দর্শনার্থীরা বলেন, ‘প্রাণীদেরও গরম লাগে। তাই তারা নিজেদের মতো করে আছে। আমরা দূর থেকে যতটুকু দেখতে পেরেছি তাতেই চলবে।’

প্রচণ্ড গরমে দুদণ্ড শান্তি জলে

সাথোয়াই মারমা এসেছেন বান্দরবানের থানচি উপজেলা থেকে। অফিসের কাজে ঢাকায় এলেও প্রথমবারের মতো পরিবার নিয়ে এসেছেন চিড়িয়াখানায় বেড়াতে। অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘চিড়িয়াখানা ঘুরে ভালো লেগেছে। কিন্তু গরমের কারণে প্রাণীগুলো দূরে দূরে ছিল। মনে হয় শীতকালে এলে ভালো হতো। আর ছোট ছোট খাঁচায় প্রাণীগুলো আটকে থাকায় দেখতে ভালো লাগেনি। আরও বড় খাঁচা হলে ভালো হতো।’

অন্য সময়ের তুলনায় চিড়িয়াখানায় দর্শনার্থী ছিল বেশ কম। অনেকেই কাজের ফাঁকে বা অফিসের ছুটিতে এসেছিলেন বেড়াতে। কিন্তু প্রচণ্ড গরমে দর্শনার্থীরাও ক্লান্ত হয়ে ওঠেন। অনেককেই দেখা যায় ক্লান্ত হয়ে নির্দিষ্ট বসার স্থানে কিংবা গাছের ছায়ায় বসে জিরিয়ে নিতে।

পানিতে নেমে শরীর ভেজাচ্ছে বানর

খিলগাঁও থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অলি উল্লাহ। তার ভাষ্য, ‘আজকে আমার কাজের চাপ নেই বলে অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। গরমে একটু সমস্যা হচ্ছে ঘুরতে, তবে বাচ্চাকে নিয়ে এসে ভালোই লাগছে।’

পরিবার নিয়ে ঘুরতে আসা আরিফ হোসেন বলেন, ‘বাচ্চারা বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। তাই আজকে ছুটি পেয়ে ওদের নিয়ে বেড়াতে এসেছি।’

গরমে ঘুরতে আসা নিয়ে তার বক্তব্য, ‘বাসায়ও তো গরম। বরং এখানে ভালো। গাছপালা আছে, বাতাস আছে। আর হাতে সময় নিয়ে এসেছি, যাতে একটু ঘুরে আবার রেস্ট নিয়ে ঘুরতে পারি।’

গরমের কারণে ছায়ায় অবস্থান নিয়েছে প্রাণী দুটি

চলমান দাবদাহের কারণে প্রাণীদের জন্য আলাদা কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘চলমান তাপপ্রবাহের শুরুর আগেই আমরা প্রাণীদের ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া শুরু করি। আর গরম শুরুর পর বাড়তি যত্ন নেওয়া শুরু করেছি। আমরা নিয়মিত প্রাণীদের গোসল করাচ্ছি, কোনও কোনও দিনে তিনবারও করানো হচ্ছে। যেসব প্রাণীর সার্বক্ষণিক পানির ব্যবস্থা থাকে তারা নিজেরাই গোসল করে নেয়। এছাড়া সার্বক্ষণিক পানির ব্যবস্থাকে নিশ্চিত করেছি। যাতে কোনও প্রাণী প্রয়োজন অনুযায়ী পানি খেতে পারে। আবার দেখা যায়, পাত্রে পানি দিলে সেটা গরম হয়ে যায়। আমরা সেটাকে পাল্টে দেওয়ার ব্যবস্থা করেছি। যাতে সে ঠান্ডা পানিটা পান করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা খাওয়ার পানিতে ইলেক্ট্রোলাইট বা স্যালাইন যুক্ত করে দিচ্ছি। আবার ভিটামিন বি কমপ্লেক্স, কোনও কোনও প্রাণীর ক্ষেত্রে ভিটামিন সি, যেগুলো হিটস্ট্রেস কমায় সেই ধরনের মিনারেলগুলো যুক্ত করে দিচ্ছি। এই কাজগুলো আমরা রুটিনমাফিক করে যাচ্ছি। এতে আমাদের প্রাণীগুলো এখন পর্যন্ত সুস্থ আছে।’

গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গাছের ছায়ায় এসে বসেছে দর্শনার্থী পরিবার

তিনি আরও বলেন, ‘আমরা অনেক প্রাণীর শেডের ওপরে গাছের ডাল দিয়ে দিয়েছি, যাতে গরম কম লাগে। একই কাজ করেছি পাখির খাঁচাতেও। আবার ফ্লোরে ভেজা চট বিছিয়ে দিয়েছি যাতে গরম কম লাগে।’

গরমে দর্শনার্থী কমেছে কিনা জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘দর্শনার্থী এখন তুলনামূলক কম। কিছু দিন আগে ঈদ গেছে, আবার গরম- দুটি মিলিয়েই দর্শনার্থী কম বলা যায়।’

ছবি: আসাদ আবেদীন জয়

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা