X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

গরমে অস্থির চিড়িয়াখানার প্রাণীরা

আসাদ আবেদীন জয়
১১ মে ২০২৩, ২০:৫৭আপডেট : ১১ মে ২০২৩, ২১:১১

দেশের চলমান দাবদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছেন নগরবাসী, অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত বৃষ্টির। একইভাবে মানুষের সঙ্গে হাঁপিয়ে উঠেছে প্রাণিকুলও৷ প্রাণীরাও খুঁজে বেড়াচ্ছে শীতল জায়গা কিংবা পানির সান্নিধ্য। 

বৃহস্পতিবার (১১ মে) মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সরেজমিন দেখা যায় প্রচণ্ড গরমে প্রাণীদের হাঁসফাঁস করতে থাকার চিত্র। সব প্রাণীই রোদের তাপ থেকে নিজেকে বাঁচাতে আশ্রয় নিয়েছে গাছ কিংবা শেডের ছায়ায়।

গরম থেকে বাঁচতে পানির কলের কাছে আশ্রয় নিয়েছে নীলগাই

যেসব প্রাণীর খাঁচায় পানির ব্যবস্থা আছে বা গোসলের ব্যবস্থা করা আছে সেসব প্রাণী নিজেকে ডুবিয়ে রেখেছে পানিতে। আর যেসব খাঁচায় এ রকম ব্যবস্থা নেই সেসব আশ্রয় নিয়েছে খাঁচার শীতলতম জায়গাটিতে। সেটা কখনও গাছের ছায়ায় কখনও বা শেডের ছায়ায় অথবা দেয়াল ঘেঁষে থাকা এক চিলতে ছায়ায়।

গরমে অস্থির হয়ে প্রাণীরা যখন ছায়ায় অবস্থান করছে তখন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরা পড়ছেন ভিন্ন সমস্যায়। তারা জানান, গরমের কারণে দূরে চলে যাওয়ায় তারা ঠিকভাবে অনেক প্রাণীই দেখতে পারেননি। তবে এ নিয়ে তাদের ছিল না কোনও আফসোস।

দর্শনার্থীরা বলেন, ‘প্রাণীদেরও গরম লাগে। তাই তারা নিজেদের মতো করে আছে। আমরা দূর থেকে যতটুকু দেখতে পেরেছি তাতেই চলবে।’

প্রচণ্ড গরমে দুদণ্ড শান্তি জলে

সাথোয়াই মারমা এসেছেন বান্দরবানের থানচি উপজেলা থেকে। অফিসের কাজে ঢাকায় এলেও প্রথমবারের মতো পরিবার নিয়ে এসেছেন চিড়িয়াখানায় বেড়াতে। অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘চিড়িয়াখানা ঘুরে ভালো লেগেছে। কিন্তু গরমের কারণে প্রাণীগুলো দূরে দূরে ছিল। মনে হয় শীতকালে এলে ভালো হতো। আর ছোট ছোট খাঁচায় প্রাণীগুলো আটকে থাকায় দেখতে ভালো লাগেনি। আরও বড় খাঁচা হলে ভালো হতো।’

অন্য সময়ের তুলনায় চিড়িয়াখানায় দর্শনার্থী ছিল বেশ কম। অনেকেই কাজের ফাঁকে বা অফিসের ছুটিতে এসেছিলেন বেড়াতে। কিন্তু প্রচণ্ড গরমে দর্শনার্থীরাও ক্লান্ত হয়ে ওঠেন। অনেককেই দেখা যায় ক্লান্ত হয়ে নির্দিষ্ট বসার স্থানে কিংবা গাছের ছায়ায় বসে জিরিয়ে নিতে।

পানিতে নেমে শরীর ভেজাচ্ছে বানর

খিলগাঁও থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অলি উল্লাহ। তার ভাষ্য, ‘আজকে আমার কাজের চাপ নেই বলে অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। গরমে একটু সমস্যা হচ্ছে ঘুরতে, তবে বাচ্চাকে নিয়ে এসে ভালোই লাগছে।’

পরিবার নিয়ে ঘুরতে আসা আরিফ হোসেন বলেন, ‘বাচ্চারা বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। তাই আজকে ছুটি পেয়ে ওদের নিয়ে বেড়াতে এসেছি।’

গরমে ঘুরতে আসা নিয়ে তার বক্তব্য, ‘বাসায়ও তো গরম। বরং এখানে ভালো। গাছপালা আছে, বাতাস আছে। আর হাতে সময় নিয়ে এসেছি, যাতে একটু ঘুরে আবার রেস্ট নিয়ে ঘুরতে পারি।’

গরমের কারণে ছায়ায় অবস্থান নিয়েছে প্রাণী দুটি

চলমান দাবদাহের কারণে প্রাণীদের জন্য আলাদা কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘চলমান তাপপ্রবাহের শুরুর আগেই আমরা প্রাণীদের ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া শুরু করি। আর গরম শুরুর পর বাড়তি যত্ন নেওয়া শুরু করেছি। আমরা নিয়মিত প্রাণীদের গোসল করাচ্ছি, কোনও কোনও দিনে তিনবারও করানো হচ্ছে। যেসব প্রাণীর সার্বক্ষণিক পানির ব্যবস্থা থাকে তারা নিজেরাই গোসল করে নেয়। এছাড়া সার্বক্ষণিক পানির ব্যবস্থাকে নিশ্চিত করেছি। যাতে কোনও প্রাণী প্রয়োজন অনুযায়ী পানি খেতে পারে। আবার দেখা যায়, পাত্রে পানি দিলে সেটা গরম হয়ে যায়। আমরা সেটাকে পাল্টে দেওয়ার ব্যবস্থা করেছি। যাতে সে ঠান্ডা পানিটা পান করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা খাওয়ার পানিতে ইলেক্ট্রোলাইট বা স্যালাইন যুক্ত করে দিচ্ছি। আবার ভিটামিন বি কমপ্লেক্স, কোনও কোনও প্রাণীর ক্ষেত্রে ভিটামিন সি, যেগুলো হিটস্ট্রেস কমায় সেই ধরনের মিনারেলগুলো যুক্ত করে দিচ্ছি। এই কাজগুলো আমরা রুটিনমাফিক করে যাচ্ছি। এতে আমাদের প্রাণীগুলো এখন পর্যন্ত সুস্থ আছে।’

গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গাছের ছায়ায় এসে বসেছে দর্শনার্থী পরিবার

তিনি আরও বলেন, ‘আমরা অনেক প্রাণীর শেডের ওপরে গাছের ডাল দিয়ে দিয়েছি, যাতে গরম কম লাগে। একই কাজ করেছি পাখির খাঁচাতেও। আবার ফ্লোরে ভেজা চট বিছিয়ে দিয়েছি যাতে গরম কম লাগে।’

গরমে দর্শনার্থী কমেছে কিনা জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘দর্শনার্থী এখন তুলনামূলক কম। কিছু দিন আগে ঈদ গেছে, আবার গরম- দুটি মিলিয়েই দর্শনার্থী কম বলা যায়।’

ছবি: আসাদ আবেদীন জয়

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কুষ্টিয়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ
ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’
মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
সর্বশেষ খবর
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ