X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ত্রিপুরায় অনুপ্রবেশ: ৭ বাংলাদেশি ও ৪ রোহিঙ্গা গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৬ জুন ২০২৩, ২০:২৯আপডেট : ১৬ জুন ২০২৩, ২০:৩০

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ৷তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন রোহিঙ্গা। গত ১৫ জুন গভীর রাতে ওই রাজ্যের উত্তর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷ পরে তাদের স্থানীয় কদমতলা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতরা দালাল মারফত অবৈধভাবে ভারতে আসে ৷ তাদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল ৷ সেই উদ্দেশে অসমের করিমগঞ্জের দিকে তিনটি গাড়িতে রওনা দেয় ৷ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ৷ কদমতলা থানা ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধ্যে পড়ছে ৷

ধর্মনগরের এসডিপিও দেবাশিস সাহা জানিয়েছেন, ত্রিপুরার উনাকোটি জেলার কৈলাশহর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে প্রবেশ করে তারা ৷ দালাল মারফত এপারে আসায় স্বাভাবিকভাবে তাদের কাছে কোনও বৈধ নথি ছিল না ৷ সেই কারণেই তাদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রহমান আলি (৩০), জানানতারা (১৯), খালেদা বেগম (১৯) বাংলাদেশের নাগরিক ৷ তাদের সঙ্গে এক নাবালিকাও রয়েছে ৷ তারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা ৷ এছাড়া বাংলাদেশের বাকি তিন জন হলেন-করিমা বেগম (২৮), আব্বাস হাওলাদার (৩৫) ও আল হাফিজ (১৮) ৷ তাদের বাড়ি বরিশাল। এছাড়া চার রোহিঙ্গা হলেন-মহম্মদ আলম সা (২০), কুমাইর বিবি (১৮), ফরিদা বেগম (১৮) ও শাফেলা বেগম (১৮) ৷

যে তিন ভারতীয় দালাল অবৈধভাবে ওই ১১ জনকে সীমান্তের এপারে এনেছিলেন তাদেরও চিহ্নিত করেছে পুলিশ ৷ তাদের নাম-আব্দুল ফাট্টা খান, ছায়েদ আলি ও মাতশির আলি ৷ তারা ত্রিপুরার উনাকোটি জেলার ভগবাননগরের বাসিন্দা ৷ তারা মূলত গাড়ির চালকের কাজ করেন ৷ তাদের বিরুদ্ধেও পুলিশ তদন্ত শুরু করেছে ৷

/আরআইজে/
সম্পর্কিত
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বশেষ খবর
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক