শেষ সময়ে হাটের পাশাপাশি খামার থেকেও অনেকে গরু কিনছেন। খামারে দুইভাবে গরু বিক্রি করা হয়। লাইভ ওয়েট এবং ঠিকা পদ্ধতিতে। রিভারাইন ফার্মস লিমিটেড খামারের পরিচালক মো. সাইফুল আজিম তন্ময় জানান, তার খামারেও এই দুইভাবে গরু বিক্রি করা হয়। ক্রেতারা অগ্রিম গরু কিনে ফার্ম থেকে যেকোনও সময় নিয়ে যেতে পারেন।