X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীর শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১০:০৪আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:০৪

রাজধানীর শান্তিনগরে মো. খালেদ শেখ (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার স্বজনরা বলছেন, চোর সন্দেহে বন্ধুর ছোট ভাইকে মারপিট করার সময় বাধা দিতে গিয়ে এলোপাতাড়ি বেত ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামক একটি কনস্ট্রাকশন ভবনের গ্রান্ড ফ্লোরে এ ঘটনা ঘটে।

পল্টন থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ চোর সন্দেহে এক যুবককে মারপিট করতে থাকে কয়েকজন। সেখানে খালেদ নামের যুবক বাধা দিতে গেলে তাকে তারা মারপিট করে আহত করে। পরে চিকিৎসার জন্য ঢামেক নিয়ে গেলে। সেখানে তার মৃত্যু হয়। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনা স্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ‌বলেও জানান ওসি। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু সজীব জানান, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে সেখানকার নিরাপত্তা কর্মীসহ ১০ থেকে ১৫ জন যুবক মারপিট করতে থাকে ও তাকে আটকিয়ে রাখে। সেখানে খালেদ গিয়ে তাদের বাধা দেন। তাকে মারছে কেন- সেটাও জানতে চায়। তার কোনও অপরাধ থাকলে তাকে পুলিশে দেন— বলায় হামলাকারীরা খালেদকেও কিল ঘুষি, লাঠি ও বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতের বড় ভাই শাকিল শেখ বলেন, খালেদের বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে কয়েক যুবক মারপিট করায় খালেদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে‌। পরে তার বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। খবর পেয়ে ঢামেকে এসে খালেদকে মৃত অবস্থায় দেখতে পাই।

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাফরা কান্দি গ্রামের ডেজার ব্যবসায়ী আব্দুস সামাদ শেখের ছেলে। বর্তমানে রামপুরা হাইস্কুল রোডে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পেশায় তিনি আইনজীবীর সহকারী ছিলেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ