X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বঙ্গবন্ধু কর্নার, যাত্রীদের জন্য বাংলাদেশের স্রষ্টাকে জানার অনন্য সুযোগ

জুবায়ের আহমেদ
১৫ আগস্ট ২০২৩, ১৩:২১আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৩:২১

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা। দেশের বিভিন্ন প্রান্তরে যেতে এখানে এসে বাসের জন্য অপেক্ষা করেন যাত্রীরা। এই অপেক্ষার মাঝে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির ইতিহাস ও এই স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার সুযোগ তৈরি করে দিচ্ছে  বঙ্গবন্ধু কর্নার। টার্মিনালের ভেতরে যাত্রীদের বসার স্থানে এক কোণে ছোট্ট এক টুকরা জায়গা জুড়ে বানানো হয়েছে এই কর্নার। সেখানে বই আর আলোকচিত্রে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের সৃষ্টির ইতিহাস।

সোমবার (১৪ আগস্ট) গাবতলী বাস টার্মিনাল গিয়ে দেখা যায় দৃষ্টিনন্দন ও গোছানো এই বঙ্গবন্ধু কর্নারটি বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের কাছে এক আগ্রহের কেন্দ্র বিন্দু। যাত্রীদের কেউ কেউ ঘুরে দেখছেন কর্নারটি। কেউ বই নিয়ে পড়ছেন, কেউ আবার কর্নারের ভেতরে রাখা বঙ্গবন্ধুর আলোকচিত্রের পাশে দাঁড়িয়ে তুলছেন ছবি।

কথা হয় কর্নারে দাঁড়িয়ে বই পড়তে থাকা রুহুল আমিন তানভীর নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি ধানমন্ডি থেকে টার্মিনালে এসেছেন গ্রাম থেকে পাঠানো একটি পার্সেল নিতে। এই অপেক্ষার মাঝেই তিনি কর্নারে আসেন। প্রথমবারের মতো কর্নারে আসা রুহুল আমিন তানভীর বলেন, ‘এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের প্রজন্মের একটি দুঃখ, আমরা অনেক ভুল ইতিহাস জেনে বড় হয়েছি। যখন বুঝতে শিখেছি তখন সত্য ইতিহাস জানার আগ্রহ বেড়েছে। কিন্তু আমাদের স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে সব ঘটনা তো আর আমরা জানতে পারি না, কিছু সীমাবদ্ধতা তো রয়েছে। সেখানে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বইগুলো আমাদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক দলিল বলা যায়। যার নেতৃত্বে এই দেশের সৃষ্টি সেই মহান নেতাকে জানার সুযোগ তৈরি হচ্ছে এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে। আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এটি সব পাবলিক প্লেসেই থাকা উচিত।’

বাস টার্মিনালে বঙ্গবন্ধু কর্নারে বই উল্টিয়ে দেখছেন এক যাত্রী

কর্নারে থাকা বই গুলো পুরোটার সুযোগ না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার আগ্রহ বাড়বে জানিয়ে আরেক যাত্রী ইমতিয়াজ সরকার বলেন, ‘সর্বোচ্চ ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। এর মাঝে তো এত বড় বই পড়ার সুযোগ হয় না। তবে এখান থেকে জানার আগ্রহ তৈরি হবে। বইগুলোর নামও জানা হলো। পাশাপাশি মুক্তিযুদ্ধের অন্য যারা আছেন, তাদেরও কিছু বই থাকলে আরও ভালো হতো।’

কর্নারে থাকা বঙ্গবন্ধুর ছবির ক্যানভাসের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন ফাহিমা ও তার ছোট্ট মেয়ে মুক্তা। ফাহিমা বলেন, আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে। বঙ্গবন্ধু আমার প্রিয় মানুষ। তাকে তো আর পাওয়ার সুযোগ নাই, তাই যেখানেই বঙ্গবন্ধুর বড় ছবি পাই তার পাশে দাঁড়িয়ে ছবি তুলি। এই জায়গাটা (কর্নার) অনেক সুন্দর। সব জায়গায় এমন একটা ব্যবস্থা থাকলে ভালো। সবাই বঙ্গবন্ধুকে জানতে পারবে’। 

বঙ্গবন্ধু কর্নারে রাখা হয়েছে বেশ কয়েকটি বই

গাবতলী বাস টার্মিনালের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর মধ্যে রয়েছে— ‘মুক্তির সন্ধানে বঙ্গবন্ধু’; ‘বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের স্মৃতি’;  ‘বঙ্গবন্ধু কোষ’; ‘মুক্তিযুদ্ধের কবিতা’; ‘বঙ্গবন্ধুর মর্মকথা’; ‘কালরাত’; ‘কারাগারের রোজনামচা’; ‘বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ’; ‘ভেতো বাঙ্গালীর রোজনামচা’; ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (জীবন ও রাজনীতি)’; ‘বঙ্গবন্ধু শেখ মুজিবরকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ এবং ‘৫২ এর ভাষা আন্দোলনের অন্যান্য ইতিহাস’ প্রভৃতি।

এছাড়া রয়েছে ছোট বড় ক্যানভাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোকচিত্র। পুরো কর্নারটি সাজানো হয়েছে একটি পাঠাগারের আদলে।

/ইউএস/
সম্পর্কিত
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!