চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসএমসি এন্টারপ্রাইজের কাছে চার কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এসএমসি এন্টারপ্রাইজের এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে এই নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন। তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর রেজিস্ট্রি ডাক এবং ই-মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের এক বছরের চুক্তি হয়। ২০২২ সালের ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তির মেয়াদ না বাড়িয়ে কিংবা বাতিল না করে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিল না করায় অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না। যে কারণে শাকিব খানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। শাকিব খানের অনুমতি ছাড়া ছয় মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এর মেয়াদ ছিল বলে উল্লেখ করা হয়।
নোটিশ প্রদানকারী আইনজীবী বলেন, এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে নায়ক শাকিব খানের এক বছরের একটি চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সেটি নবায়ন বা বাতিল না করে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ কারণে কপিরাইট আইনের ৩৫ ধারায় চুক্তি ভঙ্গের কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠিয়েছি। সাত দিনের মধ্যে নোটিশ অনুযায়ী পদক্ষেপ নিতে বলেছি। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।