X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২০:১০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:১০

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলে কথা রয়েছে। তবে তার আগেই ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ আইনি নোটিশ পাঠিয়েছে দলটি।

ওই নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম, ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। 

‘জনতার বাংলাদেশ পার্টি’ ও ‘জনতার পার্টি বাংলাদেশ’-এর নাম প্রায় একইরকম হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শফিকুল ইসলাম সবুজ খান আইনি নোটিশে বলেছেন, ‘তারা (নেতাকর্মী) হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্যকে নষ্ট হচ্ছে।’

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। রাজনীতি দলগুলো সাধারণত কোনও প্রকার হাসি-তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে ‘জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, মাছ ব্যবসায়ীকে কুপিয়ে আহত
সর্বশেষ খবর
প্রবাসীর শখের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
প্রবাসীর শখের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট