X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

আয় বাড়াতে প্রতিটি ট্রেনে যুক্ত হচ্ছে ‘লাগেজ ভ্যান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়তে প্রতিটি আন্তনগর ট্রেনে পণ্য পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এজন্য প্রতিটি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে। এর ফলে ট্রেনে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্যও পরিবহন করা যাবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
 
নূরুল ইসলাম সুজন বলেন, আন্তনগর ট্রেনগুলেতে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে। সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি শীতাতপ লাগেজ ভ্যানও যুক্ত থাকবে বলে জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘দেশে ১২৫টি লাগেজ ভ্যান আসছে। এরমধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টি ব্রডগেজ লাইনে ট্রেনের জন্য। লাগেজ ভ্যানগুলোর মধ্যে ১০টি ব্রডগেজ ও ১৬টি মিটারগেজ রেফ্রিজারেটর থাকবে। তখন খুলনা বা কক্সবাজার থেকে মাছ ও অন্যান্য পচনশীল পণ্য পরিবহন করা যাবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের আয়ের অন্যতম খাত পণ্য পরিবহন। আর এটি করা হয় লাগেজ ভ্যানের মাধ্যমে। বর্তমানে রেলওয়েতে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান আছে। যার বেশিরভাগের অর্থনৈতিক আয়ু শেষ হয়ে গেছে অনেক আগেই। ফলে পণ্য পরিবহন থেকে যথেষ্ট আয় করতে পারছে না রেলওয়ে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন’ প্রকল্পের আওতায় নতুন করে অত্যাধুনিক ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এর আগে সরকার ২০১৮ সালের ২৬ জুন পণ্য পরিবহন ও যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক, নিরাপদ এবং গুণগত মানসম্মত রোলিং বহরে স্টক যুক্ত করার লক্ষ্যে ৩ হাজার ৬০২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের (রোলিং স্টক সংগ্রহ) অনুমোদন দেয়। এরমধ্যে প্রকল্প সাহায্য হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেবে। প্রকল্পের মেয়াদকাল ২০২১ সালের জুন পর্যন্ত হলেও পরে তা বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। 

সে অনুযায়ী ২০২০ সালের ৩১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ও চীনের মধ্যে ওই লাগেজ ভ্যান সংগ্রহে দুটি চুক্তি সই হয়। যদিও ২০২২ সালের জুলাই থেকে এসব লাগেজ ভ্যান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে এখন পর্যন্ত সব লাগেজ দেশে আসেনি। এটি চালু হলেও শুরুতে তা শুধু পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবারই এটি উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়। তাই এখনও সব ঠিকঠাক গোছানো হয়নি। এমনকি অনেক লাগেজ ভ্যান এখনও দেশে এসে পৌঁছায়নি। আর এই প্রকল্পের পরিচালকও ইতোমধ্যে অবসরে গেছেন। এ জন্য বিস্তারিত তথ্য জানাতে কিছু দিন সময় লাগবে।

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি কক্সবাজার এক্সপ্রেসের যাত্রীদের
স্বপ্নের ট্রেনে চড়তে দীর্ঘ লাইন, সবার মাঝে উচ্ছ্বাস
১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার-ঢাকা ট্রেন চলাচল শুরু
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির অবসান গাজাবাসীর জন্য ‘দু্ঃস্বপ্ন’: জাতিসংঘ
যুদ্ধবিরতির অবসান গাজাবাসীর জন্য ‘দু্ঃস্বপ্ন’: জাতিসংঘ
উত্তরা বিশ্ববিদ্যালয়ে ‘ইইই ডে’ উদযাপন
উত্তরা বিশ্ববিদ্যালয়ে ‘ইইই ডে’ উদযাপন
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন