রাজধানীর ওয়ারীর মেথরপট্টি এলাকায় ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা খনন করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঠিকাদারের অধীনে কাজ করতেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের চাচা বেলাল জানান, রাস্তা খোঁড়ার সময় মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে লোহার শাবলের আঘাত লাগে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে দেলোয়ার। ওই অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের কাস্তুত মিয়ার ছেলে দেলোয়ার। বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন ঝুপড়ি ঘরে থাকতেন তিনি। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।