X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়া ফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার, মিললো এক্স-রে করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬

মালয়েশিয়া থেকে অবৈধভাবে পায়ুপথে করে দুটি স্বর্ণের বার নিয়ে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম কর্মকর্তাদের হাতে ধরা পড়ে শাহজাহান হাওলাদার নামের এক ব্যক্তি। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর বিমানবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস বিমানবন্দর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে, শাহজাহান হাওলাদারের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। সে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টম হাউজের কর্মকর্তারা তার কাছে ঘোষণাতিরিক্ত কোনও স্বর্ণ আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পায়ুপথে ধাতব বস্তুর অস্থিত্ব পাওয়া যায়। এরপর তার শরীর থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

পরে ওইদিনই পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত শুনানি শেষ তাকে কারাগারে প্রেরণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি শাহজাহান হাওলাদার এখন কারাগারে আছে। মামলার তদন্ত চলছে। অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি এগুলো যাচাই-বাছাই চলছে।

মামলার এজাহারে বলা হয়, উদ্ধারকৃত দুটি স্বর্ণের বারের যার ওজন ১৯৬ গ্রাম। এছাড়াও পাঁচটি, তিন পিস চেইন, চেইনের খণ্ডিত অংশ ১ টুকরো উদ্ধার করা হয়েছে; যার ওজন ৯৩ গ্রাম। পরবর্তী সময়ে তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ পরীক্ষা করে জানা যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এজাহারে আরও বলা হয়, শাহজাহান হাওলাদারের এমন কার্যকলাপ কাস্টম আইন ১৯৬৯ এর ২ ধারা অনুসারে চোরাচালান হিসাবে বিবেচিত এবং একই আইনের ধারা ১৫, ১৬, এবং ৩২ অনুযায়ী সংঘটিত অপরাধ। স্বর্ণবারের চালানটি বহনের পক্ষে আসামি কোনও দলিলাদি প্রদর্শন করতে পারেননি এবং আসামি কোনও ঘোষণা প্রদান করেনি। আটককৃত স্বর্ণবার ক্রয়ের অর্থ কীভাবে পরিশোধিত হয়েছে, তার পক্ষে কোনও প্রমাণাদি না থাকায় তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এর ধারা-৫ এর লঙ্ঘন।

আটক হওয়ার পর শাহজাহান হাওলাদার কাস্টম হাউজে ঘটনার সত্যতা স্বীকার করে একটি স্বীকারোক্তিমূলক বিবৃতিও দেন।

এ বিষয়ে মামলার বাদী সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আমরা আটক করি। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
ডিসেম্বরেই আমরা থার্ড টার্মিনাল চালু করবো: বেবিচক চেয়ারম্যান
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ