X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তিন দিনের ছুটি কাটিয়ে চেনা রূপে ঢাকা, তীব্র যানজট

কবির হোসেন
০১ অক্টোবর ২০২৩, ১১:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৭

টানা তিন দিনের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্ম দিবসে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ী, বিজয় সরণি, ফার্মগেট এবং মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজার এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল সরকারি ছুটি। এরসঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে ঘুরতে গেছেন। তাই এই সময়টাতে ঢাকা বেশ ফাঁকাই ছিল। তিন দিনের টানা ছুটির পর আজ রবিবার ছিল প্রথম কর্মদিবস। এদিন সকাল ৮টার আগে সড়ক স্বাভাবিক থাকলে বেলা বাড়ার সঙ্গে শহরে যানজটের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। যানজটে দীর্ঘ সময় গাড়িতে বসে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, তিন দিন ছুটি থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই কর্মস্থলে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ি একসঙ্গে বের হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। 

তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বিমানবন্দরগামী আসাদগেট, খামার বাড়ি, ফার্মগেট ও বিজয় সরণির দিকে। সকাল থেকেই এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেক সময়। দীর্ঘসময় গাড়িতে বসে থেকে হাল ছেড়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন অনেকেই।

রাজধানীর বাংলামোটর এলাকায় সড়কের একপাশজুড়ে ছিল যানজট (ছবি: ফোকাস বাংলা)

শ্যামলী থেকে বিআরটিসি বাসে করে গুলিস্থান যাচ্ছিলেন মো. মহসীন। সকাল ৯টা বাসে ওঠেন তিনি। ১০টা পেরিয়ে গেলেও খামারবাড়ী অতিক্রম করতে পারেনি তাকে বহন করা বাসটি। তিনি বলেন, কাজ থাকলে সময় নিয়েই বের হই। আজও সকাল সকাল বের হয়েছিলাম। কিন্তু বাসে ওঠার পর থেকেই জ্যাম ঠেলেই যেতে হচ্ছে। একই জায়গায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে গুলিস্থান পৌঁছাতে দুপুর হয়ে যাবে। 

দ্রুত গন্তব্যে পৌঁছাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাসে করে উত্তরা যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী মো. আব্দুল জলিল। সংসদ ভবনের সামনে গাড়ি আটকা পড়েছে দীর্ঘ সময় ধরে। উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে সময় পার করছিলেন জলিল।

তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে বিআরটিসির চালু হওয়ার পর এর আগেও একদিন উঠেছিলাম। তবে আজকের মতো এতো সময় লাগেনি। আজ খেঁজুর বাগান এলাকা থেকে সাড়ে ৯টায় গাড়ি ছেড়েছে, এখন প্রায় সাড়ে ১০টা বাজে। গাড়ি এখনও সংসদ ভবন এরিয়াই অতিক্রম করতে পারেনি। ১৫ মিনিটে কীভাবে যাবো, ব্রিজে ওঠার আগেই প্রায় এক ঘণ্টা চলে গেলো। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের আরেক যাত্রী নাঈম বলেন, ব্যবসার কাজে আমাকে প্রায় প্রতিদিনই উত্তরায় যেতে হয়। রবিবার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে এই চার দিন প্রায় সবসময় রাস্তায় জ্যাম থাকে। এটি দীর্ঘদিন ধরে দেখে আসছি। তবে আজ প্রতিদিনের রুটিন ছাড়িয়ে গেছে, গাড়ি নড়ছেই না।

যানজটে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়

তিনি আক্ষেপ করে বলেন, ঢাকা শহরে বসবাস করাটা এখন কঠিন হয়ে পড়েছে। গাড়িতেই যদি ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। মানুষ কাজ করবে কীভাবে। 

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, টানা তিন ছুটিতে ছিল নগরবাসী। তিনদিন পর অফিস শুরু হওয়ায় আজ সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী গাড়িগুলো একসঙ্গে সড়কে বের হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা স্কুল-কলেজের দিকে রওয়ানা দিয়েছেন। সব মিলিয়ে যানজটে আজকে একটু বেশি। বিভিন্ন সিগনালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি দুপুরের আগেই যানজট কমে যাবে।

/ইউএস/
সম্পর্কিত
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ