রবিবার (১ অক্টোবর) ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর নানা উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে ক্ষুদেবার্তা পাঠানো, ইলেক্ট্রনিক মিডিয়ায় স্ক্রল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়।
রবিবার বিকালে পাঠানো মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এতে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতরসহ প্রবীণ কল্যাণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
‘প্রবীণদের সামাজিক নিরাপত্তা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন, সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিক্সের চেয়ারম্যান অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ। এছাড়া সভায় প্রবীণ ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
অতিথিরা তাদের বক্তব্যে প্রবীণদের সামাজিক নিরপত্তা বিধানে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। সেই সঙ্গে প্রবীণদের সুরক্ষায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।