X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

চ্যালেঞ্জ মোকাবিলায় এসবির ৫ বছরের ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ১৮:২০আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৮:২০

পরিবর্তিত বিশ্বে নিত্যনতুন হুমকি ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার ক্ষেত্রে যেকোনও সংস্থার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান (নিরাপত্তা কৌশলগত পরিকল্পনা) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে ‍পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য পাঁচ বছর মেয়াদি (২০২৩- ২০২৮) একটি স্ট্র্যাটেজিক প্ল্যান করা হয়েছে।

এ পরিকল্পনাকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) রাজধানীর মালিবাগে এসবি প্রধান কার্যালয়ে স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়াও ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।

এসবির কর্মকর্তারা বলেন, পেশাগত উৎকর্ষতা আনয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে পুলিশ সুপার ডিএসবি/ইউনিট প্রধানের সফলতা মূল্যায়ণ; গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও অর্জন; গোয়েন্দা প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কার্যক্রম নিশ্চিত করতে পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ডিএসবি ম্যানুয়ালের আলোকে পরিদর্শন সংক্রান্ত এই নির্দেশিকা প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন নির্দেশিকাটি প্রণীত হয়। এ উদ্যোগ বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে স্পেশাল ব্রাঞ্চের কার্যক্রমে আরও গতি আসবে।

তারা আরও জানান, বিভিন্ন তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ ওয়েবসাইট (www.specialbranch.gov.bd)। এই ওয়েবসাইটটি চারটি থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। থিমেটিক এরিয়া-১: মহান মুক্তিযুদ্ধ, রাজারবাগে মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, ভাষা শহীদের চেতনানির্দেশক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআইগুলোর ছবি, এসবির ইতিহাস, এসবি প্রধানের বক্তব্য, মিশন, ভিশন, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য অফিসের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক রয়েছে। থিমেটিক এরিয়া-২: এক নজরে এসবি সেবা সম্পর্কিত বিভিন্ন উইংয়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। এছাড়াও এফএকিউ (FAQ) সম্পর্কিত তথ্য সন্নিবেশিত হয়েছে। থিমেটিক এরিয়া-৩: ‘অনার অ্যান্ড প্রাইড’। বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ ও সম্মানের বিষয়গুলো এই এরিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের শাহাদাতবরণকারী সদস্যদের নাম ও বীরত্বপূর্ণ ভূমিকা, প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশে আত্মত্যাগ, বাংলাদেশ পুলিশের স্বাধীনতা পদক অর্জন, প্রতি বছর কর্তব্যকালীন অবস্থায় আত্মত্যাগকারী বাংলাদেশ পুলিশের সদস্যদের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ এবং অন্যান্য যেকোনও অর্জন এখানে সন্নিবেশিত হবে। থিমেটিক এরিয়া-৪: যোগাযোগ ও তথ্যবিনিময়। এটি একটি ইন্টার অ্যাকটিভ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এ ক্ষেত্রে লগইন আইডি থাকবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত বা প্রবাসী যেকোনও নাগরিক, বিদেশি যেকোনও নাগরিক তথ্য জানাতে চাইলে নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে এই প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যেকোনও তথ্যের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন। এই ওয়েবসাইটে পাসপোর্ট, ভিসা, দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন প্রাসঙ্গিক নিয়ম ও জনগুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত থাকবে। এছাড়াও ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদযোগ্য হওয়ায় সহজেই দেশি-বিদেশি সেবা প্রত্যাশীরাও তথ্য পাবেন।

/আরটি/আরকে/
সম্পর্কিত
পুলিশের বাধায় গণসংহতির কর্মসূচি পণ্ড
সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ৪ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ
শাহজাহান ওমরের বাড়ি থেকে নামানো হয়েছে বিএনপির সাইনবোর্ড
শাহজাহান ওমরের বাড়ি থেকে নামানো হয়েছে বিএনপির সাইনবোর্ড
সর্বাধিক পঠিত
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক