X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ফ্লাইট বন্ধ করছে ইতিহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১১:০১আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৯

বাংলাদেশ থেকে আবারও ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ দিক থেকে ঢাকা থেকে আর ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনটি। এয়ারলাইন সূত্র বলছে, দেশে ডলার সংকটে টিকিট বিক্রির টাকা নিতে পারছে না বিদেশি এয়ারলাইনগুলো। তাছাড়া সম্প্রতি যাত্রী সংকটও দেখা দিয়েছে। এসব কারণে এয়ারলাইনটি এমন সিদ্ধান্ত নিচ্ছে।

জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ২৯ অক্টোবর থেকে ফ্লাইট বন্ধ করবে ইতিহাদ। এর আগেও ১২ বছর কার্যক্রম চালানোর পর ২০১৮ সালের ১ অক্টোবর ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল ইতিহাদ।

সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই বাংলাদেশের রেগুলেশন মানার বিষয়ে বিরোধিতা-উদাসীনতা ছিল এয়ারলাইনটির। ২০১৮ সালে বিদেশি এয়ারলাইনসকে কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশে জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ দেওয়ার বিধান চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শর্ত ছিল, জিএসএ প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশি নাগরিকের হতে হবে। ইতিহাদ এয়ারওয়েজ এই সিদ্ধান্তে আপত্তি জানায় এবং বাংলাদেশে থেকে কার্যক্রম গুটিয়ে নেয় তখন। যদিও পরবর্তী সময়ে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (জিসিএএ) মহাপরিচালক মাধ্যমে সুপারিশ করে বাংলাদেশে আবারও ফ্লাইট শুরু করতে আবেদন করেছিল ইতিহাদ এয়ারওয়েজ।

বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে কার্যক্রম বন্ধের আশঙ্কা রয়েছে। যেসব যাত্রী ইতিহাদের টিকিট কেটেছেন, তারা চাইলে রিফান্ড নিতে পারবেন। কিংবা আমাদের কোড শেয়ার পার্টনার এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটেও ভ্রমণ করতে পারবেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
বিমানের ঢাকা-ইতালি ফ্লাইটের উদ্বোধন
একই দিনে ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২ উড়োজাহাজ
সর্বশেষ খবর
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?