X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাজধানীজুড়ে নারীদের দিয়ে মাদক ব্যবসা করতো চক্রটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৬:২৯আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৬:২৯

এক কেজি আইসসহ ইফতেখার উদ্দিন শাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

সোমবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি জানান, উত্তরা পূর্ব থানার টহল পুলিশের একটি দল নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানোর সময় গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার পাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় ঢুকবে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই ব্যক্তির সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

গ্রেফতার ইফতেখার স্বীকারোক্তির বরাত দিয়ে ডিসি বলেন, ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়ায়। সে উত্তরার ৫ নম্বর সেক্টরে বসবাস করে। সেখানে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে। সাকিব এই মাদক কথিত 'Pracisco Bla' ছদ্মনামের একটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা মূলত ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতো এবং নারী ডেলিভারি ম্যান দিয়ে মাদক সরবরাহ করতো। সন্দেহ এড়াতে তারা মবিলের কার্টনের ভেতরে নিয়ে পরিবহন করতো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান ডিসি।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মিল্টন সমাদ্দার গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার