X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
রেলের ঢাকা-কক্সবাজার রুট

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে ভুয়া শিডিউল

আবির হাকিম
১৬ অক্টোবর ২০২৩, ২১:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪২

কক্সবাজার ট্রাভেল গ্রুপ নামে ফেসবুকের একটি গ্রুপে আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে কোরিয়ান কোচ দিয়ে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে বলে ঘোষণা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। এর আগে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছিলেন আগামী ১২ নভেম্বর ঢাকা কক্সবাজার রুটটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ে হেলপলাইন নামে আরেকটি ফেসবুক পেজে ১ নভেম্বর থেকে সারা দেশে রেলওয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে বলে ঘোষণা দিয়ে সেখানে একটি নতুন সময়সূচি দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটটিতে আগামী ২ নভেম্বর থেকে ট্রায়াল রান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর শিডিউল পাওয়া সাপেক্ষে ১২ নভেম্বর উদ্বোধনের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে রেলওয়ে।

এ অবস্থায় কয়েকটি জনপ্রিয় ফেসবুক গ্রুপ এবং পেজে এমন ভুয়া তথ্য ও শিডিউল প্রকাশ করায় বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। এসব ভুয়া তথ্যের কারণে অনেক যাত্রী বিভ্রান্ত হয়ে ভ্রমণ পরিকল্পনা করার পর তা আবার বাতিল করতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুয়া তথ্য ছড়ানো কক্সবাজার ট্রাভেল গ্রুপটি মোহাম্মদ রেজাউল নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি গ্রুপের সদস্য বাড়ানোর জন্য কোনও সূত্র বা সত্যতা ছাড়াই এসব ভুয়া খবর প্রচার করেন। গ্রুপ থেকে পাওয়া তার মুঠোফোন নম্বরে (০১৬১০৬৯৯৫৪১) কল দেওয়া হলে তিনি গ্রুপ প্রতিষ্ঠা করেছেন বলে স্বীকার করেন। তবে সাংবাদিক পরিচয় দিয়ে ভুয়া খবর প্রচার করার কারণ জানতে চাইলে ‘নম্বর ভুল’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব ভুয়া খবর সম্পর্কে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ব্যক্তি বা গ্রুপ ভাইরাল হওয়ার জন্য ব্রেকিং নিউজ নামে এসব ভুয়া খবর প্রচার করে থাকে। তবে রেলওয়ের শিডিউল থেকে শুরু করে সব তথ্যই রেলওয়ের অ্যাপ এবং ওয়েবসাইটে দেওয়া থাকে। এর বাইরে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানাই।’

যাত্রীদের বিভ্রান্ত করার জন্য এসব পেজ এবং গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, ‘এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে পেজ এবং গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
রেলওয়ের অনুমোদন ছাড়া রেললাইন সংলগ্ন পশুর হাট স্থাপন নিষিদ্ধ
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
সর্বশেষ খবর
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
শাহজালালের মাজারে ওরসে অশ্লীলতা বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
শাহজালালের মাজারে ওরসে অশ্লীলতা বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে আহ্বান ইউক্রেনের
রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে আহ্বান ইউক্রেনের
‘ক্ষমতায় গেলে মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেবো’
‘ক্ষমতায় গেলে মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেবো’
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা