X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
বিশ্ব পর্যটন সংস্থার অধিবেশন

বিশ্বকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ১২:৪০আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১২:৪২

উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার ২৫তম সাধারণ অধিবেশন। এতে যোগ দিয়ে সারা বিশ্বকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অধিবেশনে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলের মতো উদ্যোগ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে যা পর্যটকদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করবে। বাংলাদেশে পরিবেশবান্ধব এবং জনকেন্দ্রিক পর্যটন বিকাশে কাজ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

উজবেকিস্তানে ১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) ২৫তম সাধারণ অধিবেশন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোক্কাবেল হোসেন, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও আবু আহের মোহাম্মদ জাবের, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউএনডব্লিউটিও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সারওয়ার মাহমুদ, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম, মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিন।

১৮ অক্টোবর অধিবেশনে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি পরিবেশবান্ধব পর্যটনের বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা রয়েছে। এসময় বাংলাদেশের পর্যটনে বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

১৯ অক্টোবর পর্যটন প্রতিমন্ত্রী স্পেনের পর্যটন প্রতিমন্ত্রী রোসা অ্যানা মরিল্লো রড্রিগেজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে কাজ করার আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জার্মানি ও গ্রিসসহ অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সিরাজগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম‘বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ