জ্ঞাত আয় বহির্ভূত ৩২ কোটি ২ লাখ ৮০ হাজার ২০৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর সুত্রাপুরের বাসিন্দা মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২২ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলাটি দায়ের করেন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভুঞা।
মামলার এজাহারে বলা হয়, কর অঞ্চল-৭-এর কর কমিশনার এ জেড এম জিয়াউল হককে ১ কোটি টাকা ঘুষ দিয়ে বিপুল অংকের কর ফাঁকি দিয়েছেন মর্মে অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন আসামি মোহাম্মদ আবু সাঈদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে। দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত ৩২ কোটি দুই লাখ ৮০ হাজার ২০৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।