X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’

আতিক হাসান শুভ
২৪ অক্টোবর ২০২৩, ১০:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩:০১

দেখতে দেখতে শেষ হয়ে এলো শারদীয় দুর্গোৎসব। সোমবার (২৩ অক্টোবর) ছিল নবমী। এই দিনটিকেই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরদিন (আজ) কেবলই বিসর্জনের পর্ব। নবমীর রাতে সনাতন ধর্মাবলম্বীদের মনের একান্ত বাসনা বর্ণনা করেছেন শাক্ত পদাবলির কবি কমলাকান্ত ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান’। ঠিক এমন আকুলতা নিয়েই এদিন সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করেছেন, পূজা-অর্চনা করেছেন। 

সোমবার (২৩ অক্টোবর) পুরান ঢাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই মণ্ডপগুলোতে শেষবারের মতো মা দুর্গাকে দেখার জন্য দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। রাত বাড়তেই পূজার মণ্ডপে এ ভিড় ক্রমান্বয়ে আরও বাড়তে থাকে। সকালে মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন হয়। এ দিন অগ্নিকে প্রতীক করে দেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিন দুর্গাপূজার অন্তিম দিন। আজ মঙ্গলবার কেবল বিজয়া ও বিসর্জন।

নবমীর বিদায় নিয়ে কুণাল ঘোষ নামের একজন পূজারী বলেন, পূজার কটা দিন যে কীভাবে কেটে যায়, টেরই পাওয়া যায় না। সারা বছর ধরে আমরা যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকি, তার বিদায় ঘন্টাটা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই নবমী নিশিকে আমরা সবাই ধরে রাখতে আকুতি জানাই। কিন্তু আমরা যতই নবমী তিথিকে বিদায় দিতে চাই না কেন, সে তো যাবেই। শুধু আমাদের মন বলে যাবে, ‘যেয়ো না রজনী, আজি লয়ে তারাদলে’।

এ পূজারী আরও বলেন, নবমীর তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। আমরা সাধারণত অষ্টমীতে অঞ্জলি দেই। নবমীতেও অঞ্জলি দেওয়া হয়ে থাকে। নবমীর অঞ্জলির আলাদা কোনও নিয়ম নেই, তা অষ্টমীরই মতো। তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করতে হয়। তবে নবমীর বিশেষত্ব যদি কিছু থাকে তা হল হোম-যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে। এটা একেকজনে একেকরকম নিয়মে করে। কাল (আজ) দুর্গা মাকে বিসর্জন দেবো, মন মানছে না। 

‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’

নবমীর রাতে শাঁখারীবাজারের পূজা মন্ডপে দেবীর দর্শনে এসে হেমন্ত রায় বলেন, পুরান ঢাকার সবগুলো মণ্ডপে না ঘুরলে পূজা যেন সম্পূর্ণ হয় না। এর প্রধান কারণ হচ্ছে, একসঙ্গে এত পূজার মণ্ডপ ঢাকার আর কোথাও নেই। শুধু সূত্রাপুর থানাতেই ২০টির বেশি মণ্ডপে পূজা হয়। আর এখানকার পূজার যে ঐতিহ্য রয়েছে, তার আকর্ষণী মানুষকে টেনে নিয়ে আসে। এখানে পূজা করতে আসলে মানুষ এক ঐতিহ্যের অংশে পরিণত হয়। ষষ্ঠী থেকে শুরু করে নবমী প্রতিদিনই দেবী দুর্গাকে দেখতে মণ্ডপে এসেছি। সবসময়ের মতো এই রাতটা আসলে মনটা একটু ভার হয়ে যায় কারণ কাল দুর্গা মায়ের বিদায়।

এদিকে পুরান ঢাকার জাঁকজমকপূর্ণ পূজা নিয়ে বরাবরের মতোই উচ্ছ্বসিত দর্শনার্থীরা। আয়োজকরা নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন অনন্য পূজামণ্ডপ ও ব্যতিক্রমী আয়োজন মন কেড়ে নেয় হাজারো ভক্তদের। আয়োজকেরা অষ্টমী ও নবমীর দিন কয়েক হাজার মানুষকে খিচুড়ি, লুচি, পায়েস ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন, এলাকাবাসীর মধ্যেও খিচুড়ি বিতরণ করেন। অনেকে নবমীর রাতে আরতি প্রতিযোগিতার আয়োজন করেন আর দশমীর দিন গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। ফলে পূজার কটা দিন দম ফেলার ফুরসত থাকে না। এলাকার হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই তাতে অংশ নেন।

শাঁখারীবাজারের পূজা করতে আসা চন্দন বর্মণ জানান, বাংলাদেশে পূজার আমেজ পেতে হলে পুরান ঢাকার বিকল্প আর কিছু নেই। আর বাংলাদেশে বসে কলকাতার পূজার ফিল নিতে হলে শাঁখারীবাজার আসতে হবে। কলকাতার মতো পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোড, বাংলাবাজার, ফরাশগঞ্জ, ঋষিকেশ দাস রোড, নারিন্দা, গেন্ডারিয়া—সব স্থানেই রয়েছে ঢাক ও উলুর মিলিত ধ্বনি। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। কিন্তু দুর্গাপূজার পর পুরান ঢাকা বিশেষ করে ঝিমিয়ে পড়বে না, শুরু হয়ে যাবে লক্ষ্মীপূজার আয়োজন, আর তারপর তো কালীপূজা। সব পূজাই সেখানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

/ইউএস/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই