X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

হরতালে যাত্রী সংকটে রাজধানী থেকে ছাড়ছে না দূরপাল্লার গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১২:৪৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে আজ রবিবার ভোর ৬টা থেকে। তবে হরতাল উপেক্ষা করেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে কাউন্টার খুলে রেখেছেন পরিবহন শ্রমিকরা। যদিও যাত্রী সংকটে সকাল থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার গণপরিবহন। 

সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকে তেমন যাত্রী সমাগম নেই। ফলে পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছেন। হাতেগোনা যে কয়েকজন দূরপাল্লার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসছেন, তারাও দূরপাল্লার গণপরিবহন না পেয়ে ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন। শ্রমিকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও আর্থিক সংকটে পড়তে হবে পরিবহন শ্রমিকদের।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকালে গিয়ে দেখা গেছে, যাত্রীদের জন্য শ্রমিকদের নেই কোনোধরনের হাঁকডাক। দুপুর সাড়ে ১১টার দিকেও কাউন্টার খুলে অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। যাত্রীর জন্য অপেক্ষায় থাকলেও নির্দিষ্ট সংখ্যক যাত্রী না হওয়া পর্যন্ত কোনও বাস ছাড়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা। বলছেন, কম যাত্রী নিয়ে বাস ছাড়লে লোকসান গুণতে হয়।

যে কয়েকজন যাত্রী এসেছেন, গাড়ি না ছাড়ায় গন্তব্যে যেতে পারছেন না তারাও

বরিশালগামী ইসলাম পরিবহনের কাউন্টার ম্যানেজার রনি বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে কোনও যাত্রী নেই। এ কারণে কোনও বাস ছাড়া সম্ভব হয়নি। তবে গতরাতে যেসব গাড়ি আমরা বিভিন্ন গন্তব্যে ছেড়েছি সেগুলো মোটামুটি ভরা ছিল। এখন দেখা যাক, যাত্রী সংখ্যার উপর নির্ধারণ হবে কখন বাস ছাড়া সম্ভব হবে।

‘এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে আমাদের গাড়ি না চললে আমাদের পেটে খাবার যাবে না’, হতাশা প্রকাশ করে বলছিলেন কমফোর্ট লাইন প্রাইভেট লিমিটেডের কাউন্টার ম্যানেজার মো. সুমন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রবিবার দুপুর পর্যন্ত সকাল থেকে একজন যাত্রী এসে জিজ্ঞেস করেছে বাস ছাড়বো কিনা। যাত্রী তো নেই।’

গাবতলী বাস টার্মিনালে এসে নির্দিষ্ট গন্তব্যের বাস না পেয়ে বাসার দিকে যাওয়ার সময় কথা হয় একে আজাদ নামের একজন চিকিৎসকের সঙ্গে। তিনি বলেন, ‘বগুড়া যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে আসলেও কোনও দূরপাল্লার বাস ছাড়ছে না। আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছিলাম। রাতে গাড়ি ছাড়বে কিনা তাও স্পষ্ট করে বলতে পারছে না। এখন বাসায় চলে যাচ্ছি। পরে সিদ্ধান্ত নেবো, কী করবো।’

কাউন্টার খুললেও অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা

/আরটি/ইউএস/
সম্পর্কিত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
সর্বশেষ খবর
হোটেলে কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন বাবুর্চি
হোটেলে কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন বাবুর্চি
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি আনন্দিত
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি আনন্দিত
৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ