X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

আটক অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে লুবাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৬:৩১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬:৪১

ডিবিতে আটক সাইবার বুলিংকারীকে ক্ষমা করে দিয়েছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আটক করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে লুবাবা।

শিশুশিল্পী লুবাবা বলে, আমি ধন্যবাদ জানাই হারুন আংকেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে বের করে আটক করেছেন। আমি আশাও করিনি যে এত দ্রুত হয়ে যাবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানায় লুবাবা।

লুবাবা বলেন, হারুন আংকেলের কাছে অভিযোগ দেওয়ার পর উনি দুই দিনও সময় নেননি। সে মানুষটিকে বের করে নিয়ে এসেছে। এখন সে ডিবি কার্যালয়ে আছে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আরও যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং করছেন, আমি তাদের বলবো, তারা যেন আর এ কাজ না করেন।

আজকাল আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি জানিয়ে লুবাবা বলে, আমাকে সাইবার জগতে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। এসব ভিডিওর মধ্যে একটি খুবই আপত্তিকর ছিল। সে ভিডিওটির বিষয়ে আমার আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আংকেলের (ডিবির প্রধান) কাছে এসেছিলাম।

এ প্রসঙ্গে মহানগর গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, লুবাবা দুই দিন আগে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো সিনেমা দেখতে গিয়েছিল সে। সিনেমা দেখে লুবাবা কান্নাজড়িত কণ্ঠে একটি বক্তব্য দিয়েছিল। সেটি ব্যঙ্গ করে তার বক্তব্য ভাইরাল করা হয়। এ অভিযোগ আমাদের সাইবার বিভাগ তদন্ত করে। পরে রাজশাহী থেকে এক বুলিংকারীকে আমরা আটক করে নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
সেপটিক ট্যাংক থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
আইনের ফাঁকে অনলাইনে সহিংসতার শিকার হচ্ছেন নারীরা
চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর
সর্বশেষ খবর
শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ
শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ
শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
মহাঘোরা ।। পর্ব—১১
উপন্যাসমহাঘোরা ।। পর্ব—১১
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী