X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আটক অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে লুবাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৬:৩১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬:৪১

ডিবিতে আটক সাইবার বুলিংকারীকে ক্ষমা করে দিয়েছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আটক করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে লুবাবা।

শিশুশিল্পী লুবাবা বলে, আমি ধন্যবাদ জানাই হারুন আংকেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে বের করে আটক করেছেন। আমি আশাও করিনি যে এত দ্রুত হয়ে যাবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানায় লুবাবা।

লুবাবা বলেন, হারুন আংকেলের কাছে অভিযোগ দেওয়ার পর উনি দুই দিনও সময় নেননি। সে মানুষটিকে বের করে নিয়ে এসেছে। এখন সে ডিবি কার্যালয়ে আছে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আরও যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং করছেন, আমি তাদের বলবো, তারা যেন আর এ কাজ না করেন।

আজকাল আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি জানিয়ে লুবাবা বলে, আমাকে সাইবার জগতে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। এসব ভিডিওর মধ্যে একটি খুবই আপত্তিকর ছিল। সে ভিডিওটির বিষয়ে আমার আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আংকেলের (ডিবির প্রধান) কাছে এসেছিলাম।

এ প্রসঙ্গে মহানগর গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, লুবাবা দুই দিন আগে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো সিনেমা দেখতে গিয়েছিল সে। সিনেমা দেখে লুবাবা কান্নাজড়িত কণ্ঠে একটি বক্তব্য দিয়েছিল। সেটি ব্যঙ্গ করে তার বক্তব্য ভাইরাল করা হয়। এ অভিযোগ আমাদের সাইবার বিভাগ তদন্ত করে। পরে রাজশাহী থেকে এক বুলিংকারীকে আমরা আটক করে নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল