রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন দায়রা আদালত।
বুধবার (২৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিছ আক্তারের আদালত এই আদেশ দেন।
মির্জা আব্বাসের পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ নভেম্বর মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৫ নভেম্বর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: