রাজধানীর উত্তরায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
এনামুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকর কাঠি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। বর্তমান উত্তরা ১৩ নম্বর সেক্টরে থাকতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
মৃতের সহকর্মী মাইনুল ইসলাম বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে লেকের পাড়ের রাস্তার মাটি সমান করার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ওই সময় সেখানে একটি ড্রাম ট্রাকের ধাক্কা রাস্তায় ছিটকে পড়ে আহত হয় এনামুল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ৩টার দিকে ঢাসেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’