X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

পুলিশ চাইলে ফুটপাতে কেউ বসতে পারবে না: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০১

পুলিশ চাইলে ফুটওভার ব্রিজ কিংবা ফুটপাতে কোনও হকার বসতে পারবেন না বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএমপি ও ডিএনসিসি একসঙ্গে কাজ করতে পারলে ঢাকা শহরকে একটি সুন্দর, মডেল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘সুধী সমাবেশ ও আলোচনা সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, ‘আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে নিয়ে আমরা ফার্মগেটে একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছিলাম। সেই ফুটওভার ব্রিজে কোনও হকার বসতে পারেনি। পুলিশ ইচ্ছা করলে এবং আমরা এক সঙ্গে কাজ করলে এই শহরের সব কিছু সম্ভব, যার প্রমাণ সেই ফুটওভার ব্রিজ।’

ডিএনসিসি পুলিশের সঙ্গে অনেক কাজ করেছে উল্লেখ করে মেয়র বলেন, ‘পুলিশের সঙ্গে ল অ্যান্ড অর্ডার কোয়ার্ডিনেশন কমিটি (এলওসিসি) নিয়ে কাজ করছি। যেটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। যেটি পুলিশ বাহিনী মনিটরিং করে। সেই সঙ্গে আমরা ফান্ডিং করছি, পুলিশ তাদের অফিসার দিয়েছে। এর মাধ্যমে আমরা এলওসিসি প্রতিষ্ঠা করেছি। 

মেয়র আতিক বলেন, ‘আপনারা জানলে খুশি হবেন, আমরা একটি নতুন পদক্ষেপ শুরু করতে যাচ্ছি। সেটি হলো অনস্টপ পার্কিং সুবিধা। ডিজিটাল পদ্ধতির এই সুবিধা নিয়ে ডিএনসিসি এবং ডিএমপি একসঙ্গে কাজ করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, সেই পরিকল্পনা শুরু হয়েছে।’

মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা রোদ নাই-বৃষ্টি নাই, দিন নাই-রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তাকে উদ্ধার করেছে। আমি বলতে চাই, ডিএনসিসি এলাকায় আপনারা যে পুলিশ বক্সগুলো করছেন, আমি অনুরোধ করবো আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দিবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দিবো।‘

নতুন গাড়ি রেজিস্ট্রেশনের বিষয় মেয়র বলেন, ‘নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে হলে পুরান গাড়ি জমা দিতে হবে। এছাড়া নতুন করে কোনও রেজিস্ট্রেশন দেওয়া হবে না; এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এতো গাড়ি কোথায় জায়গা দেবো, ঢাকায় শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে।’

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে এক মাসে ৪৬ মামলা
খাগড়াছড়িতে এক মাসে ৪৬ মামলা
মেঘনা ইকোনমিক জোনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগে চুক্তি সই
মেঘনা ইকোনমিক জোনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগে চুক্তি সই
পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
রাহাত-রুবাইয়াতের গান: রেকর্ডিং দুবাই, ভিডিও লন্ডনে
রাহাত-রুবাইয়াতের গান: রেকর্ডিং দুবাই, ভিডিও লন্ডনে
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা