X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধ-গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যে জাতীয় কবিতা উৎসব শুরু

ঢাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১

‘যুদ্ধ-গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে এ উৎসবের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, জাতীয় কবিতা উৎসব ২০২৪-এর আহ্বায়ক শিহাব সরকার, জাতীয় কবিতা পরিষদের নেতারাসহ দেশ-বিদেশের বিশিষ্ট কবিরা। ‘যুদ্ধ-গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যে জাতীয় কবিতা উৎসব শুরু

অনুষ্ঠানে ড. সামাদ উৎসবে অংশগ্রহণকারী দেশ-বিদেশের কবিদের স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা যেভাবে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা হামলা ও অবরোধের নামে নারী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করে প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার দাবি করি।

তিনি আরও বলেন, পৃথিবীজুড়ে প্রতিদিন অসম যুদ্ধে শিশুহত্যা, নারীহত্যাসহ অগণিত মানুষের প্রাণ-সংহার, বসতি উচ্ছেদ ও লুণ্ঠনের ভয়াবহতা আমরা আর সইতে পারছি না। তাই, প্রাচীনকাল থেকে যে সুন্দর ও বাসযোগ্য মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে এসেছি, আমরা প্রতিমুহূর্তে সেই প্রেমময়, প্রীতিময়, ভালোবাসাময় ও সম্প্রীতিময় দেশ এবং সমাজ চাই।

উৎসবে ভারত, ফিলিপাইন, ইরান ও নেপালসহ বিভিন্ন দেশের কবিরা অংশগ্রহণ করে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

/এমএস/
সম্পর্কিত
প্রিয় দশ
প্রিয় দশ
মঙ্গল শোভাযাত্রায় ‘তিমির বিনাশের’ বার্তা
সর্বশেষ খবর
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ