X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার একদিন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫০

বাংলাদেশের মাটিতে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার একদিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) আয়োজিত ‘সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে’ বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল আমীন গাজী বলেন, ‘‘বাংলাদেশের মাটিতে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার একদিন হবে। এগুলোর যদি বিচার না হয়, তাহলে খুনিরা উৎসাহিত হবে, সাংবাদিক নির্যাতন আরও বেড়ে যাবে। সরকারি দলের লোকেদের বিরুদ্ধে একটু নিউজ হলেই তারা সাংবাদিকদের ওপর হামলা করে। ‘ডামি’ নির্বাচনের মধ্যদিয়ে যে সরকার গঠিত হয়েছে, এ সরকার ১০৫ বার নয়, আরও কতবার সময় নেবে আমরা জানি না।’’

‘সাগর-রুনি হত্যার বিচারে ৫০ বছরও লাগতে পারে’ আইনমন্ত্রীর এমন মন্তব্যের প্রসঙ্গে  তিনি বলেন, ‘‘এ সরকার ‘আমি’ এবং ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। সরকারের আইনমন্ত্রী যখন সাগর-রুনির হত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করেন— এটা উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনার (আইনমন্ত্রী) অনেক গুণ আছে, সেটা আমরা জানি। কিন্তু সব গুণ আপনি (আইনমন্ত্রী) সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন না।’’

সমাবেশে বিএফইউজে’র মহাসচিব কাদের গণি চৌধুরী  সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তারেক রহমান ও খালেদা জিয়াকে সাজা দিতে পারেন। কিন্তু সাগর-রুনি হত্যার বিচার করতে পারেন না, এটা লজ্জার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আপনি (আইনমমন্ত্রী) সরকারি একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই।’

এ সময় বিক্ষোভ সমাবেশে ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুল ইসলামসহ  বিএফইউজে এবং ডিইউজে’র নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?