X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল হবেন দুদক কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

অতীতের যেকোনও সময়ের চেয়ে নতুন বছরে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে কাজ করে যাবেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুদকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডুসার সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম জানান, সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় নতুন বছরে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে অধিকতর সক্রিয় ভূমিকা রাখার আশা করা হয়। সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা সক্রিয়ভাবে কাজ করে যাবে। দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কমিশনের পাশে থেকে কাজ করে যাবে।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যেও কাজ করতে বদ্ধপরিকর কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী। এ ছাড়া দুদককে যুগোপযোগী ও আধুনিকায়নের পাশাপাশি দুর্নীতি দমনের ক্ষেত্রে আধুনিক তথ্য ও প্রযুক্তির সহজলভ্যতা এবং প্রায়োগিক ব্যবহারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন ডুসার নেতারা।

দুদকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর পেশাগত দক্ষতা উন্নয়ন, সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টেনে ধরার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডুসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করা’।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা