X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

‘দেশের অর্থনীতির মূল স্রোতে নারীর অংশগ্রহণ খুবই জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মকৌশলের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পুনাককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন আর্থসামাজিক খাতে নারীদের অগ্রাধিকার আজ সর্বজনস্বীকৃত। দেশের অর্থনীতির মূল স্রোতধারায় নারীদের অংশগ্রহণকে সুসংহত ও সমন্বিত করা এখন খুবই জরুরি ও সময়ের দাবি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

পুনাকের নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে, দুস্থ ও অসহায় নারীদের আইনি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আশা করেন, একটি উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ গঠনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সব শ্রেণির মানুষ ও অসহায়, অসুস্থ, দৃষ্টিপ্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে থেকে সবাইকে সাহায্য-সহযোগিতা করতে পুনাক আগামী দিনেও অনন্য ভূমিকা রাখবে। নারী জাতির সুষ্ঠু উন্নতি ছাড়া সমাজকে সমুন্নত বলা যায় না। আমাদের দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে হলে তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে নারী সমাজের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ও অবদানকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে ড. রেবেকা সুলতানা বলেন, আমি সেই মহান ত্যাগকে শ্রদ্ধা জানাই এবং একজন নারী হিসেবে গর্ববোধ করি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে আত্মোৎসর্গকারী পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

নারী-পুরুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ ও একে অপরের সহযোগী সহযোদ্ধা উল্লেখ করে ড. রেবেকা বলেন, পরিবার ও সমাজের যেকোনও সমস্যা নারী-পুরুষ মিলে সুন্দরভাবে সমাধান করতে পারেন। নারীর ক্ষমতায়ন ও নিজেদের উন্নয়নের পাশাপাশি পুনাক আগামী দিনে সমাজের দুস্থ ও দরিদ্র জনগণের পাশে থাকবে। স্মার্ট বাংলাদেশ গঠনে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুনাকের সাধারণ সম্পাদক নাসিম আমিন বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এর আগে রাষ্ট্রপতির সহধর্মিণী পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত রাজারবাগ মাঠে পুনাকের স্টলগুলো পরিদর্শন করেন। তিনি সেখানে একটি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন ড. রেবেকা সুলতানা।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
সরকারি ব্যয় নিরীক্ষার ঘোষণা দিলেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী
মেঘনা আলমের নেতৃত্বে শুরু হলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’
মুজিববাদী আদর্শ ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
দেশে আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে: সারজিস
দেশে আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে: সারজিস
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা
জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা