X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘দেশের অর্থনীতির মূল স্রোতে নারীর অংশগ্রহণ খুবই জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মকৌশলের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পুনাককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন আর্থসামাজিক খাতে নারীদের অগ্রাধিকার আজ সর্বজনস্বীকৃত। দেশের অর্থনীতির মূল স্রোতধারায় নারীদের অংশগ্রহণকে সুসংহত ও সমন্বিত করা এখন খুবই জরুরি ও সময়ের দাবি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

পুনাকের নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে, দুস্থ ও অসহায় নারীদের আইনি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আশা করেন, একটি উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ গঠনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সব শ্রেণির মানুষ ও অসহায়, অসুস্থ, দৃষ্টিপ্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে থেকে সবাইকে সাহায্য-সহযোগিতা করতে পুনাক আগামী দিনেও অনন্য ভূমিকা রাখবে। নারী জাতির সুষ্ঠু উন্নতি ছাড়া সমাজকে সমুন্নত বলা যায় না। আমাদের দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে হলে তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে নারী সমাজের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ও অবদানকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে ড. রেবেকা সুলতানা বলেন, আমি সেই মহান ত্যাগকে শ্রদ্ধা জানাই এবং একজন নারী হিসেবে গর্ববোধ করি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে আত্মোৎসর্গকারী পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

নারী-পুরুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ ও একে অপরের সহযোগী সহযোদ্ধা উল্লেখ করে ড. রেবেকা বলেন, পরিবার ও সমাজের যেকোনও সমস্যা নারী-পুরুষ মিলে সুন্দরভাবে সমাধান করতে পারেন। নারীর ক্ষমতায়ন ও নিজেদের উন্নয়নের পাশাপাশি পুনাক আগামী দিনে সমাজের দুস্থ ও দরিদ্র জনগণের পাশে থাকবে। স্মার্ট বাংলাদেশ গঠনে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুনাকের সাধারণ সম্পাদক নাসিম আমিন বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এর আগে রাষ্ট্রপতির সহধর্মিণী পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত রাজারবাগ মাঠে পুনাকের স্টলগুলো পরিদর্শন করেন। তিনি সেখানে একটি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন ড. রেবেকা সুলতানা।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
আদালত অবমাননাট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!