X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

আমরা অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি চাই না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১৯:৫৯আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:৫৯

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের ভীষণভাবে ব্যথিত করেছে। প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষ তাদের মূল্যবান জীবন হারাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও উদ্বেগজনক। অথচ দেশের অধিকাংশ ভবনেই অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা নেই।

শুক্রবার (১ মার্চ) বিকাল ৪টায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকিগুলো জানার পরও ভবনগুলোতে দিনের পর দিন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয় না। এই অগ্নিকাণ্ডে অবশ্যই অসচেতনতা ও অবহেলা ছিল। এত বড় একটি বাণিজ্যিক ভবনে ফায়ার এক্সিট থাকবে না? আর এটা না থাকার কারণে মানুষ অনেক চেষ্টা করেও বের হতে পারেননি। আমরা এর পুনরাবৃত্তি চাই না।

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু ও হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ড. কামাল উদ্দিন আহমেদ। ঘটনাস্থল পরিদর্শন শেষে তার নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন।

এ সময় কমিশনের চেয়ারম্যান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোগীদের খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন কমিশনের সচিব সেবাষ্টিন রেমা, উপপরিচালক সুষ্মিতা পাইক।

কমিশনের চেয়ারম্যান আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মপীড়াদায়ক ও ভীষণ উদ্বেগের। এ ধরনের বড় দুর্ঘটনাগুলো ঘটার পর কিছুদিন পরিস্থিতি উত্তপ্ত থাকে। কিছুদিন আলোচনা-সমালোচনা হয়। পরে আবার তা থেমে যায়। অথচ আমরা এ বিষয়গুলোতে সচেতন হচ্ছি না। কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে না। দায়িত্বশীল কর্তৃপক্ষও কখনও যথাযথ নজরদারি করছে না বলেই পুনরাবৃত্তি হচ্ছে।

তদন্ত নিয়ে তিনি বলেন, আমরা প্রায়ই দেখি এ ধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয়। কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয় না। আমরা আর পুনরাবৃত্তি চাই না। আমরা মনে করি, যাদের গাফিলতিতে এমন অগ্নিকাণ্ড ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।

তিনি আরও বলেন, রাজধানীতে কিছুদিন পরপর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কমিশন অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করে সুপারিশ দেওয়ার পাশাপাশি ২০২৩ সালের ৪ জুন সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করে। পরে অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি রোধে বেশ কিছু সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠালেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা অনুসরণ, বিল্ডিং কোড অনুসরণ ও কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণের প্রতি গুরুত্বারোপ করেন কমিশনের চেয়ারম্যান।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?