X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বামীর দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার চান অধিকারকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৭:৪৪আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৮:৫৪

স্বামী গোবিন্দ বরের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অধিকারকর্মী সাধনা মহল। রবিবার (১৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে লিখিত বক্তব্যে সাধনা বলেন, ‘২০১২-১৩ সালে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) জেন্ডার উপদেষ্টা থাকার সময় গোবিন্দর সঙ্গে আমার পরিচয় হয়। বর্তমানে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা পদে বহাল আছেন। ২০২২ এর অক্টোবরে আমরা বিশেষ বিবাহ আইনে (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) বিয়ে করি।’

এই অধিকারকর্মী বলেন, ‘বিয়ের এক মাসের মধ্যে গোবিন্দর আগের স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। তখন জানলাম, গোবিন্দ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ে করেছেন। পরে আমাকে বাসা ছেড়ে যেতে চাপ দেন গোবিন্দ। আমি রাজি না হওয়া শুরু হয় শারীরিক নির্যাতন।’

তিনি বলেন, ‘গত বছরের মার্চে তার আগের স্ত্রী আরও একটি মামলা করেন। এরপর গোবিন্দ মিউচুয়াল বিবাহ বিচ্ছেদের জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পাশাপাশি আমার বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করেন। মিথ্যা প্রচার করেন বিভিন্ন পত্রিকায়। আমার বিরুদ্ধে মামলা করেন। এর জেরে ৬ মার্চ ফিনল্যান্ড থেকে ঢাকা এয়ারপোর্টে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ আমাকে গ্রেফতার করে। পরে আমাকে দুটি আলাদা জামিন নিতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমি পালিয়ে বেড়াচ্ছি। অবিলম্বে আমার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার বিরুদ্ধে হওয়া অন্যায়, নির্যাতনের কারণে গোবিন্দর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইনজীবী রওশন আরা লীনা, মানবাধিকারকর্মী রেজাউর রহমান, রাজনৈতিক কর্মী হাসিবুর রহমান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!