X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ

আরমান ভূঁইয়া
২৩ এপ্রিল ২০২৪, ২২:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২২:৫৩

গেলো কয়েক দিন ধরে ঢাকাসহ সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। ‘হিট অ্যালার্ট’ জারি করেছে সরকার। এমন অবস্থায় কেমন আছেন পোড়া রোগীরা? রাজধানীর ৫০০ শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে খালি নেই কোনও শয্যা। পাঁচ শতাধিক পোড়া রোগী চিকিৎসা নিচ্ছেন সেখানে। তাদের প্রত্যেকের কাছে চলমান তাপপ্রবাহ এক বিভীষিকা। পোড়া ক্ষতের কষ্ট বেড়েছে কয়েকগুণ। পোড়া শরীরে প্রচণ্ড এ খরতাপ কীভাবে সইছেন তারা—এমন আক্ষেপ রোগীর স্বজনদের। তারা বলছেন, যে গরম সাধারণ মানুষই সইতে পারছেন না, পোড়া রোগীরা সেটা কীভাবে সইছেন!

প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পোড়া রোগীরা চিকিৎসা নিতে আসেন বিশেষায়িত এই হাসপাতালে। হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছে ১১ বছরের রায়হান। গত ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে শরীরের বেশিরভাগ পুড়ে যায় তার। প্রায় পৌনে দুই মাস ধরে পোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আর কতদিন এ যন্ত্রণা সহ্য করতে হবে জানে না ছোট্ট এই শিশু। পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ

হাসপাতালের বেশিরভাগ ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নেই। আসনের তুলনায় নেই পর্যাপ্ত ফ্যান। এর মধ্যে কয়েকটি ফ্যান নষ্ট। রোগীরা নিজ উদ্যোগে ছোট ছোট ফ্যান কিনে ব্যবহার করছেন। তবে হাসপাতালের দুই পাশ খোলামেলা থাকায় বাতাস প্রবাহিত হচ্ছে। কিন্তু কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে বাতাসও যেন অগ্নিশিখা।

সরেজমিন দেখা যায়, হাসপাতালে শত শত রোগী গরমে হাঁসফাঁস করছেন। ওয়ার্ডে থাকা অল্প কিছু ফ্যান গরমের হাত থেকে রোগীদের স্বস্তি দিতে পারছে না।

কুষ্টিয়ায় বিদ্যুতের আগুনে শরীরের একাংশ পুড়ে যায় ইকবালের। তিনি ৭০১ নম্বর ওয়ার্ডে ৮ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন। তীব্র গরমে অসহ্য যন্ত্রণার কথা বলছিলেন তিনি। ইকবাল বলেন, ‘দুর্ঘটনার পর থেকে যন্ত্রণায় কাতরাচ্ছি। এর মধ্যে চলমান তাপপ্রবাহে মরণাপন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। গতকাল রাতে অক্সিজেন নিতে হয়েছে। এর মধ্যে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। একটা ছোট ফ্যান বাইরে থেকে কিনে আনছি।’

আট তলার ৮০১ নম্বর ওয়ার্ডের তিন নম্বর বেডের উপর ফ্যান নেই। নিজ উদ্যোগে ছোট টেবিল ফ্যান কিনে আনলেও বাতাস শরীরে লাগছে না বলে জানান রোগী জাহিদ (২৮)। তার বাবা হাফিজ উদ্দিন বলেন, ‘প্রচণ্ড গরমে ঘামে ছেলেটার বিছানা ভিজে যাচ্ছে। জ্বর চলে আসছে। হাতপাখা দিয়ে বাতাস দিচ্ছি। তবু তার যন্ত্রণা কমানো যাচ্ছে না।’

একই ওয়ার্ডের ১৩ নম্বর শয্যায় মারাত্মক পোড়া নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আব্দুল্লাহ আল-মামুন। তার পাশে বসে স্ত্রী নোমানা হাতপাখা দিয়ে বাতাস করছিলেন। তাতেও এতটুকু অস্থিরতা কমছিল না মামুনের। তার স্ত্রী বলেন, এখানকার চিকিৎসার মান অনেক উন্নত। তবে এই গরমের কারণে তার (মামুন) অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে গরমের জন্য আলাদা কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ

হাসপাতালের ১১ তলায় ১১০১ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর শয্যায় চিকিৎসা নিচ্ছে পাঁচ বছর বয়সী মাইমুনা জাহান নূর। তার জামায় আগুন লেগে শরীরের একাংশ পুড়ে যায়। শিশুটির মা রহিমা বলেন, ‘নিয়মিত ড্রেসিং করতে যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে গত কয়েক দিন বেশি কষ্ট হচ্ছে প্রচণ্ড গরমে।গরমের কারণে মেয়ের ঘন ঘন বমি হচ্ছে। পোড়া ক্ষতের যন্ত্রণায় দিনভর চিৎকার করে, কান্না করে।’

একই ওয়ার্ডের ১১ নম্বর শয্যায় চিকিৎসা নিচ্ছে গরম তেলে পোড়া রোগী হামজা। তার নানা জামান বলেন, এই গরমে আমরা সাধারণ মানুষই থাকতে পারছি না। সেখানে পোড়া রোগীরা কীভাবে এই যন্ত্রণা সহ্য করছেন!

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, পোড়া রোগীদের শরীর থেকে এমনিতেই ফ্লুইড বের হয়ে যায়। অক্সিজেনের ঘাটতি এবং শরীরের ব্যথার কারণে জ্বর আসে। গত কয়েক দিনের গরমে তাদের শরীর থেকে নির্গত ফ্লুইডের পরিমাণ বেড়ে গেছে। তাছাড়া গরমে ঘাম বেশি হওয়ায় শরীরেও চুলকানি হচ্ছে। স্যালাইন দিয়ে পোড়া রোগীদের ফ্লুইডের ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা