X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
রামরুর কর্মশালায় বক্তারা

অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৮:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:০৫

দেশের ভেতরে জলবায়ু পরিবর্তনের কারণে যারা বাস্তুচ্যুত হন তাদের উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকার আছে দেশের উন্নয়নে অংশ নেওয়ার। বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য তৈরি করা যেকোনও পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা জরুরি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘বাস্তুচ্যুতি রোধ, হ্রাস ও মোকাবিলা’ শীর্ষক কর্মশালায় আলোচকরা এ সব কথা বলেন।

দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘বাস্তুচ্যুত মানুষরা প্রায়ই যেকোনও জাতীয় সিদ্ধান্ত প্রণয়ন কার্যক্রমের বাইরে থাকেন। দিন দিন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং জলবায়ু সংকটাপন্ন এলাকায় যারা আছেন তাদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ছে। বাস্তুচ্যুত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সঠিক উন্নয়ন অর্জন সম্ভব, যা অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

কর্মশালায় বাস্তুচ্যুতির শিকার ফাতেমা খাতুন বলেন, ‘আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাস করি। সেখানে আমি নিজেই ভুক্তভোগী। আমি সাতক্ষীরার শ্যামনগরে বাস করতাম। আইলা ঘূর্ণিঝড় আমাদের জীবনযাত্রা এলোমেলো করে দিলো। মানুষ, পশু-পাখি সব পানিতে ভেসে গেলো। পরে আমি সন্তানদের নিয়ে সেখান থেকে চলে আসি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে আছে, এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। শীতকালে শৈতপ্রবাহ থাকে তেমনই গরমকালে তাপপ্রবাহ চলছে। উপকূলীয় এলাকাগুলো সব সময় নানা দুর্যোগের ঝুঁকিতে থাকে। আবার লবনাক্ততার কারণে খাবার পানির সংকট রয়েছে। এর থেকে বড় সমস্যা বাস্তুচ্যুতি।’

পার্লামেন্টারিয়ানস্ ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য তানভীর শাকিল জয় বলেন, ‘যে অঞ্চলে যে সমস্যা সেখানে সে ধরনের কাজ করতে হবে। উত্তরবঙ্গে যে সমস্যা, সেটি কিন্তু সাতক্ষীরায় পাওয়া যাবে না। আমরা যে পরিকল্পনা করি, জলবায়ুকেন্দ্রিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।’

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান বলেন, ‘দেশের উন্নয়ন প্রক্রিয়ায় মূল জনগোষ্ঠীর সঙ্গে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’

কর্মশালার সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘বাস্তুচ্যুতির বিষয়টি প্যারিস চুক্তিতে উপস্থাপিত হওয়া উচিত ছিল। তা না হয়ে এটি হয়েছে লস অ্যান্ড ড্যামেজের অধীনে। এ ক্ষেত্রে বাস্তচ্যুতদের জন্য পর্যাপ্ত অর্থায়ন সম্ভব হবে না।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসনে উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আইওএম বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে এই উপাত্ত সংগ্রহে কাজ করছে বলে জানান তিনি।

কর্মশালায় জানানো হয়, বাস্তুচ্যুতদের পুনর্বাসনে গৃহায়ণের পাশাপাশি তাদের সার্বিক কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠান সৃষ্টি করা প্রয়োজন। প্ল্যাটফর্ম অন ডিজাসটার ডিসপ্লেসমেন্ট (পিডিডি) এবং নোরাডের সহযোগিতায় আইওএম, রামরু এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইকাড) জাতীয় কৌশলপত্র, ২০২১ বাস্তবায়নে যে প্রকল্প গ্রহণ করেছে তার মূল লক্ষ্য, বাস্তুচ্যুতদের সম্পৃক্ত করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি