X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের

ঢাবি প্রতিনিধি
০৮ মে ২০২৪, ২০:৪৮আপডেট : ০৮ মে ২০২৪, ২০:৪৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে সঙ্গীতালয় (একাডেমি অব ফাইন আর্টস)। জন্মজয়ন্তী উদযাপনের অনুষঙ্গ ছিল কবিতা ও গান। শিল্পী মিলন দেব ও আবৃত্তিশিল্পী শোয়াইব আহমদের যুগল পরিবেশনা ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়।

এরআগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তাপস বর্মন বলেন, ২৫শে বৈশাখ বাঙ্গালির জীবনের একটি মাইলফলক। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনকে কতটা প্রভাবিত করেছেন। আজকে সেই রবীন্দ্রনাথ বহুবার, বহুভাবে, পৃথিবীর সর্বত্র আলোচিত হয়েছেন। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ আমরাও তার এই যাত্রায় সঙ্গী হতে পেরেছি। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ। বাঙ্গালির অন্তরে তার বসবাস। রবীন্দ্রনাথের প্রতি আমাদের অভিমান, অভিলাষ, শ্রদ্ধা ও ভালোবাসার কোনও শেষ নেই। গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের

কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত বলেন, আজ রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মদিন। এখানে এসে দেখলাম, আজকে সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। এর কারণ হলো রবীন্দ্রনাথকে আপনারা সবাই খুব ভালোবাসেন। রবীন্দ্রনাথ এই দেশে জমিদারি নিয়ে এসেছিলেন এবং ১২ বছর এই দেশে ছিলেন। এ দেশের পানি, মাটি, আলো, বাতাস তাকে আলোড়িত করেছিলেন— সে অনুযায়ী তিনি তার জীবন গড়েছিলেন। তিনি তার নোবেল ভাষণের মধ্যেও বিষয়টি তুলে ধরেছেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক যুগল পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব রেহানা পারভীন, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সহ-সভাপতি ও বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের (বাফা) অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ূম এবং আর টিভির মার্কেটিং বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে হামলাকলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির
কাছারিবাড়িতে হামলায় সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিদর্শন অক্ষত: সংস্কৃতি মন্ত্রণালয়
সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে হামলামোদির হস্তক্ষেপ চেয়ে মমতার চিঠি
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন