X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের

ঢাবি প্রতিনিধি
০৮ মে ২০২৪, ২০:৪৮আপডেট : ০৮ মে ২০২৪, ২০:৪৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে সঙ্গীতালয় (একাডেমি অব ফাইন আর্টস)। জন্মজয়ন্তী উদযাপনের অনুষঙ্গ ছিল কবিতা ও গান। শিল্পী মিলন দেব ও আবৃত্তিশিল্পী শোয়াইব আহমদের যুগল পরিবেশনা ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়।

এরআগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তাপস বর্মন বলেন, ২৫শে বৈশাখ বাঙ্গালির জীবনের একটি মাইলফলক। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনকে কতটা প্রভাবিত করেছেন। আজকে সেই রবীন্দ্রনাথ বহুবার, বহুভাবে, পৃথিবীর সর্বত্র আলোচিত হয়েছেন। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ আমরাও তার এই যাত্রায় সঙ্গী হতে পেরেছি। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ। বাঙ্গালির অন্তরে তার বসবাস। রবীন্দ্রনাথের প্রতি আমাদের অভিমান, অভিলাষ, শ্রদ্ধা ও ভালোবাসার কোনও শেষ নেই। গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের

কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত বলেন, আজ রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মদিন। এখানে এসে দেখলাম, আজকে সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। এর কারণ হলো রবীন্দ্রনাথকে আপনারা সবাই খুব ভালোবাসেন। রবীন্দ্রনাথ এই দেশে জমিদারি নিয়ে এসেছিলেন এবং ১২ বছর এই দেশে ছিলেন। এ দেশের পানি, মাটি, আলো, বাতাস তাকে আলোড়িত করেছিলেন— সে অনুযায়ী তিনি তার জীবন গড়েছিলেন। তিনি তার নোবেল ভাষণের মধ্যেও বিষয়টি তুলে ধরেছেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক যুগল পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব রেহানা পারভীন, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সহ-সভাপতি ও বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের (বাফা) অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ূম এবং আর টিভির মার্কেটিং বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ