X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রীর নাম-ছবি দিয়ে ফেসবুক পেজ খুলে হারবাল পণ্য বিক্রি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৫ মে ২০২৪, ২০:০২

স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেনের পরিচয়ে ভুয়া ফেসবুক পেজ খোলে একটি চক্র। সেই পেজ থেকে নানা হারবাল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হতো। স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহারের কারণে মানুষ বিশ্বাস করে এ সব পণ্য অর্ডার করতো।

শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকের এ সব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে, শুক্রবার রাতে গুলশান এলাকায় ডিবি সাইবার ক্রাইম বিভাগের (দক্ষিণ) একটি অভিযানে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের একজন ভিয়েতনামের নাগরিক ট্রান-আনহ-থো ওরফে মিস্টার টনি। অপরজন বাংলাদেশি নুরুল আমিন ওরফে ইয়ামিন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা কাজ শুরু করি। এক পর্যায়ে আমরা দেখতে পাই, স্বাস্থ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে চুলের ট্রিটমেন্টসহ নানা হারবাল পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘অনুসন্ধানে গুলশানে ইউনিক সিপিং এজেন্সি নামে একটি কোম্পানির সন্ধান পায় ডিবি। যারা স্বাস্থ্যমন্ত্রীসহ দেশের বিভিন্ন সেলিব্রেটি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম-ছবি ব্যবহার করে ভিয়েতনাম ও চীন থেকে আমদানি করা নিম্ন মাণের পণ্য বিক্রি করে আসছিল।’

প্রতারণার বিষয়ে ডিবিপ্রধান বলেন, ‘মিস্টার টনি ও নুরুল আমিন প্রতারণা চক্রের মূল এজেন্ট। তারা স্বাস্থ্যমন্ত্রীসহ বিভিন্ন সেলিব্রেটিদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে বিজ্ঞাপন দিতো। এই পেজগুলো ভিয়েতনাম থেকে মি. ডং নামে একজন পরিচালনা করেন। তাদের চটকদার বিজ্ঞাপন দেখে দেশের সাধারণ মানুষ পেজে অর্ডার করে। এরপর ভিয়েতনামে থাকা চক্রের মার্কেটিং গ্রুপ থেকে ইউনিক সিপিং এজেন্সির ব্যক্তিদের কাছে তথ্য পাঠানো হতো। সেখান থেকে ভুয়া নামে রেজিস্ট্রেশন করা নম্বর দিয়ে গ্রাহককে ফোন করে অর্ডার কনর্ফম করে কুরিয়ারে পণ্য পৌঁছে দেওয়া হতো।’

এ সব নিম্ন মানের পণ্য ভিয়েতনাম-চীন থেকে আনা হলেও যে সব পণ্যের বাংলাদেশে বিপণনের কোনও বৈধতা নেই। এ সব বিজ্ঞাপণ দেখে পণ্য না কিনতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন মোহাম্মদ হারুন অর রশীদ।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাজধানীতে ব্যবসায়ীর ৪৬ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ১
মেঘনায় ১১টি বাল্কহেডে অভিযান চালিয়ে ২২ জন গ্রেফতার
রোহিঙ্গা ক্যাম্পে রাইফেল ও গুলিসহ আরসা কমান্ডার গ্রেফতার
সর্বশেষ খবর
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসীর মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসীর মৃত্যু
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!