X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ১৫:২১আপডেট : ১৭ জুন ২০২৪, ১৭:১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রবিবার (১৬ জুন) রাত থেকেই শুরু হয়েছে পশুর হাটের বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের দিনও সকালেও হাটের বর্জ্য অপসারণ করা হয়। একইসঙ্গে শুরু করা হয় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম।

ঈদের দিন দুপুরে বর্জ্য অপসারণের বিষয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো।

তিনি বলেন, ‘দুপুর ২টার আগেই দক্ষিণ সিটির ১ নম্বর ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।’

ট্রাকে বর্জ্য তুলছেন ডিএসসিসির কর্মীরা, ছবি: প্রতিবেদক এদিকে দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলররা জানিয়েছেন, তারা ২৪ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করবেন। এ লক্ষ্যে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অলিগলি এবং মূল সড়ক থেকে কোরবানির পশুর উৎপাদিত বর্জ্য পরিষ্কার করছেন। এরমধ্যে ১, ৩, ১৩, ১৮, ২৪, ২৬, ২৯, ৩৯, ৪১, ৪২, ৫৩, ৫৫, ৫৬, ৫৭ এবং ৭৪ নম্বর ওয়ার্ড উল্লেখযোগ্য।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টায় দক্ষিণ সিটির পশুর হাটের বর্জ্য ও কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। ডিএসসিসির লাইভ মনিটরিংয়ের মাধ্যমে দেখা যায়, রাজধানীবাসীকে মেয়রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পুরোদমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান আছে।

নিজের ওয়ার্ডে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন কাউন্সিলর মোকাদ্দে হোসেন জাহিদ, ছবি: প্রতিবেদক দক্ষিণ সিটির ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক এবং ১৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফালি আক্তার জানান, মেয়রের নির্দেশনা অনুযায়ী কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। ২৪ ঘণ্টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ বেশ কয়েকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদের খাবারের ব্যবস্থা করেছেন কাউন্সিলরা। তাদের এমন উদ্যোগে অভিভূত পরিচ্ছন্নতাকর্মীরা।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যথাসময়ে অফিসে আসছেন না ডিএসসিসি'র কর্মকর্তা-কর্মচারীরা
‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা করা হবে’
বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট আসছে ঈদের পর
সর্বশেষ খবর
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক
সর্বাধিক পঠিত
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক