জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এটিএন বাংলা দেশের সর্বপ্রথম স্যাটেলাইট চ্যানেল যা ১৯৯৭ সালে শেখ হাসিনার হাত ধরেই শুরু হয়েছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এটিএন বাংলা এগিয়ে চলেছে।
সোমবার (১৫ জুলাই) রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনে এটিএন বাংলা'র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় কেক কেটে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য দেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে এগিয়ে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশে পরিণত হবে। তার সঙ্গে তাল মিলিয়ে এটিএন বাংলাও এগিয়ে চলেছে। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহতকরণ, সংসদকে কার্যকর রাখা থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে অবদান রাখছে চ্যানেলটি।
স্পিকার বলেন, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি মানবজীবনকে প্রভাবিত করার মতো বিষয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এটিএন বাংলা।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাসহ এটিএন বাংলার পরিচালনা বোর্ডের সদস্যরাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।