রাজধানীর মুগদা এলাকায় বাসচাপায় মো. সবুজ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে সাকুরা পরিবহনের একটি বাস চাপা দেয়। পথচারীরা দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মুগদা থানার এসআই রেজাউল করিম খান জানান, খবর পেয়ে বাসচাপায় নিহত মো. সবুজের মরদেহ মুগদা হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন।
এসআই রেজাউল করিম জানান, নিহত সবুজ মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পথে হাসপাতালটির পশ্চিম পাশের গেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে সেখান থেকে লোকজন মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মো. সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বড়পাশা গ্রামে। তার বাবার নাম ফিরোজ আলী ও মা ইয়াসমিন চৌধুরী। সবুজ রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোঁড়ান এলাকায় থাকতেন।