ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ চিত্র দেখা গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার (৫ আগস্ট) বিক্ষুব্ধ জনতা ভাস্কর্যটির হাত ও হাতে থাকা দাঁড়িপাল্লা ধরে রাখা ইস্পাতের অংশটি ভেঙে ফেলেছে।
এর আগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সময়ে গ্রিক দেবী থেমিসের আদলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। সে সময়ে ভাস্কর্যটিকে মূর্তি আখ্যা দিয়ে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো এটি অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলে।
ওই আন্দোলনের এক পর্যায়ে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয় এবং এর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দুই জন পুলিশ মোতায়ন করা হয়।