নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আকতারুল ইসলাম আরও জানান, নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগ আছে। এছাড়া তিনি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক এই সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়।