X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

আদালতে যা বললেন শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-শাহরিয়ার কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গৃহপরিচারিকা লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানায় করা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৃথক দুই মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এই রিমান্ডের আদেশ দেন। 

এদিন পৃথক দুই মামলায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ। সকাল ৯টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। তাদের ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়, পরে ৯টা ৪০ মিনিটের দিকে তাদের এজলাসে তোলা হয়। এরই মাঝে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের ‘কটূক্তি’ করতে থাকেন।

বিএনপিপন্থি আইনজীবীরা ‘মুরগি বাবা, মুরগি খাবা’; ‘শাপলা চত্বরের খুনি’; ‘শ্যামল দত্ত দালালি করছো’; ‘মোজাম্মেল বাবু কই?’; ‘এরা সাংবাদিক, তবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না’ প্রভৃতি মন্তব্য করতে থাকেন। এসময় একজন সিনিয়র আইনজীবী এসব কথা বলতে বারণ করেন। এতে তোপের মুখে পড়েন তিনি। তারা ওই আইনজীবীকে বলেন, ওদের হয়ে দালালি করবেন না, দালালির দিন শেষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক; তিনি আলেম-মসজিদ-মাদ্রাসার বিরুদ্ধে সবসময় কথা বলেন।

এর কিছুক্ষণ পরে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুকও রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

পরে আদালত জানতে চান, তারা কিছু বলবেন কি না। শাহরিয়ার কবির বলেন, ‘আমি অসুস্থ, হাঁটতে পারি না। আমি ১০০টিরও বেশি বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দেবেন বা না দেবেন আপনার ইচ্ছা। তবে আমি অসুস্থ, হুইল চেয়ার ছাড়া চলতে পারি না।’

এরপর মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে তিনি আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে দুই হাত জোর করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যানসারে আক্রান্ত।’ 

এরপর শ্যামল দত্তের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শ্যামল দত্ত আদালতকে বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক। ৩৭ বছর সাংবাদিকতা করেছি। ৩৩ বছর একই হাউজে আছি। আমি কোনো দিন সরকারের সুবিধা নেইনি। কোনও প্লট নেইনি, টিভি (লাইসেন্স) নেইনি। আমি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম না। সরকারের নির্দেশনা আছে যাচাই-বাছাই না করে সাংবাদিকদের গ্রেফতার করা না হয়। তারপরও গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় আমি কিছুই জানি না। ঘটনা ঘটনার সময় ওই জায়গাতেও ছিলাম না।’ পরে আদালত তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে কার্যক্রম শেষে সিএমএম আদালতে হাজতখানায় নেওয়ার পথে বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এসময় অনেকেই তাদের আঘাত করতে গেলে দায়িত্বরতরা বাধা দেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে চাপাতি নিয়ে মহড়া দেওয়া হৃদয় গ্রেফতার
পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি
সারা দেশে গ্রেফতার ১৭৮৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো