X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ডিসি-ইউএনও কার্যালয়ের গাড়িচালকদের চাকরি স্থায়ী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত গাড়িচালকরা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আরিফ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন-নির্বাচন, উপ-নির্বাচন, ভ্রাম্যমাণ আদালত, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন দুর্যোগে কাজ করছি। বিশেষ করে করোনা মহামারির সময়ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দফতরের স্থায়ী সরকারি গাড়িচালকদের মতো সরকারি সুযোগ-সুবিধা পাই না। আমাদের কোনও ওভার টাইম নেই। নামমাত্র মজুরির ভিত্তিতে আমারা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এই মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাসের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনোরকম বেতন-ভাতা পাচ্ছেন না। আমরা প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। আমরা কথায়-কথায় চাকরিচ্যুত হওয়ার হুমকি পাই।’

ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. সাইদ কাওছার বলেন, ‘দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে আমরা কাজ করছি। আমাদের কোনও ভবিষ্যৎ নেই। চাকরি অনিশ্চিত জেনেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। সে জন্য আমাদের চাকরি দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– চাঁদপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়িচালকরা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
‘শিরক’ আখ্যা দিয়ে বটগাছ কর্তন: মালিক বললেন, ‘বিক্রি করে দিয়েছি’
সর্বশেষ খবর
মাহফুজ-আসিফের সরকার থেকে সরে আসা উচিত: তাজনূভা জাবীন
মাহফুজ-আসিফের সরকার থেকে সরে আসা উচিত: তাজনূভা জাবীন
চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত
চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত
উখিয়া-টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান
উখিয়া-টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান
লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২