X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ডিসি-ইউএনও কার্যালয়ের গাড়িচালকদের চাকরি স্থায়ী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত গাড়িচালকরা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আরিফ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন-নির্বাচন, উপ-নির্বাচন, ভ্রাম্যমাণ আদালত, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন দুর্যোগে কাজ করছি। বিশেষ করে করোনা মহামারির সময়ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দফতরের স্থায়ী সরকারি গাড়িচালকদের মতো সরকারি সুযোগ-সুবিধা পাই না। আমাদের কোনও ওভার টাইম নেই। নামমাত্র মজুরির ভিত্তিতে আমারা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এই মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাসের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনোরকম বেতন-ভাতা পাচ্ছেন না। আমরা প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। আমরা কথায়-কথায় চাকরিচ্যুত হওয়ার হুমকি পাই।’

ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. সাইদ কাওছার বলেন, ‘দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে আমরা কাজ করছি। আমাদের কোনও ভবিষ্যৎ নেই। চাকরি অনিশ্চিত জেনেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। সে জন্য আমাদের চাকরি দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– চাঁদপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়িচালকরা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ধামাকা শপিংয়ের কাছে পাওনা ৪০০ কোটি টাকা ফেরত চান ভুক্তভোগীরা
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
সর্বশেষ খবর
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো