বৈষম্যহীন নগর গড়ে তুলতে ঢাকার ঝুঁকিপূর্ণ বস্তিবাসীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করাসহ নিম্ন আয়ের মানুষের পক্ষে ১১ দাবি জানিয়েছে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বারসিক ও কাপ আয়োজিত 'বৈষম্যহীন নগর চাই, অন্তর্বর্তী সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১১ দফা দাবি মধ্যে রয়েছে— ঢাকা নগরের ঝুঁকিপূর্ণ বস্তিবাসীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করতে হবে; বস্তিবাসীদের আবাসন সংকট পূরণে নেওয়া ভাষানটেকের অসমাপ্ত বিল্ডিংগুলো সমাপ্ত করে তা প্রকৃত বস্তিবাসীদের বরাদ্দ দিতে হবে; নগরের যে কোনও উন্নয়ন পরিকল্পনায় নগরের সকল শ্রেণিপেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করতে হবে; নগরের ধনী-গরিব সবার জন্য পানি, বিদ্যুৎ, জ্বালানির সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে; গ্রাম ও নগরে সামাজিক সুরক্ষা কর্মসূচি (সোশাল সেফটিনেট) নিশ্চিত করা; দরিদ্র্যদের জন্য বিনামূল্যে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
এছাড়াও ঢাকা শহরের খাল, প্রাকৃতিক জলাশয়, উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক, বিনোদনকেন্দ্র, শরীরচর্চা স্থানগুলোতে নগরের সকল শ্রেণিপেশার মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে; সব রকম দূষণ বন্ধের উদ্যোগ নিতে হবে; নগর দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ভর্তুকি মূল্যে পণ্য কেনার জন্য রেশনকার্ড দিতে হবে; বস্তিবাসীকে নগরের জলবায়ু সংকট যেমন বন্যা, জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ থেকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে; এবং নগরে নারী, প্রবীণ, প্রতিবন্ধীসহ সবার জন্য একটি সুশৃঙ্খল যাতায়াত নেটওয়ার্কব্যবস্থা তৈরির উদ্যোগ নিতে হবে।