X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৯:৩১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৯:৩১

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ৭ অক্টোবরকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ নামে একটি সংগঠন।

শনিবার (১২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র রায়হান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংহতিপত্র পাঠ করে এ দাবির কথা জানান।

সংহতিপত্রে বলা হয়, গত ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ ঢাকার শাহবাগে সমাবেশ করে। সমাবেশ থেকে শহীদ আবরার ফাহাদের মত্যুবার্ষিকীকে (৭ অক্টোবর) ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানানো হয়।

নিরাপদ বাংলাদেশ চাই ঘোষিত দাবির সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতারাও সংহতি প্রকাশ করেছে জানিয়ে বলা হয়, নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক ৭ অক্টোবরকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণার দাবির সঙ্গে ১৩২টি রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।

‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর নেতারা সংহতিপত্রে উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক নিপীড়িত হয়ে মৃত্যুবরণকারী বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংগঠিত শিক্ষার্থী নিপীড়নের নমুনামাত্র। বিগত সাড়ে ১৫ বছরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বিভিন্ন সময়ে ছাত্রলীগের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণার মাধ্যমে ছাত্রজনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নবিরোধী সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। যাতে শহীদ আবরার ফাহাদের মতো আর কোনও শিক্ষার্থীকে নিপীড়নের শিকার না হতে হয়। আমরা আশা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ৭ অক্টোবরকে জাতীয় নিপীড়নবিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিতে দ্রুত উদ্যোগ নেবেন।

/এপিএইচ/
সম্পর্কিত
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দফা দাবি অভিভাবক ঐক্য ফোরামের
ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধে ৭ দিনের আলটিমেটাম
সর্বশেষ খবর
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?