X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ছাত্র-জনতার আন্দোলনের তথ্য সংরক্ষণ করবে ‘জুলাই প্রোটেস্ট’ অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪২

জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লব সম্পর্কিত ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায়  সংরক্ষণ করতে তৈরি করা হয়েছে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘জুলাই প্রোটেস্ট’।  এটি তৈরি করেছে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিডিও, খবর, ছবি, গ্রাফিতি ও ঘটনাবলি পাওয়া যাবে এই অ্যাপে। পাশাপাশি সাধারণ মানুষও তাদের সংগৃহীত ছবি, ভিডিও, গ্রাফিতি আপলেড করতে পারবেন এই প্ল্যাটফর্মে।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের ফাউন্ডার ও সিইও শরিফুল আলম তাপস বলেন, ছাত্র- জনতার রক্তে ভেজা গণঅভ্যুথান জুলাই বিপ্লবকে চির অম্লান করে রাখার আঙ্গিকে প্রজেক্ট টুমরো নিজস্ব উদ্যোগে ‘জুলাই প্রোটেস্ট’ নামে ওয়েব-অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ সর্ব সাধারণের জন্য ডেভেলপ করা হয়েছে। এই সিঙ্গেল প্ল্যাটফর্ম আন্দোলনের তীব্রতম সময়ের খবরাখবর, শহীদের সংখ্যা, ভিডিও, বিপ্লবী ছবি এবং বিজয় পরবর্তী নতুন দেশ গড়ার অদম্য প্রত্যয়ে সারা শহরে যুব সমাজের রাঙিয়ে দেওয়া অসংখ্য গ্রাফিতি প্রজেক্ট টুমরো সাধ্যমতো সংগ্রহ ও সংযোজোন করেছে। প্রাথমিক পর্যায়ে আমরা উল্লেখযোগ্য সংবাদমাধ্যম, ইউটিউব ও ফেসবুককে তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, গুগুল প্লে স্টোরে মোবাইল অ্যাপ আছে এবং অতিসত্বর অ্যাপেল স্টোরেও এই মোবাইল অ্যাপ পাওয়া যাবে।  আমরা সবাইকে উদাত্ত আহ্ববান জানাচ্ছি— আপনাদের সংগ্রহে থাকা জুলাই বিপ্লবের ছবি, গ্রাফিতি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ খবরের লিংক ‘জুলাই প্রোটেস্ট’ আপলোড করে এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চিত্র পৌঁছে দিতে সাহায্য করুন। যাতে করে আমাদের জুলাই অভ্যুত্থান বিশ্বের সব স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আলোকবর্তিকা হয়ে প্রেরণা জোগায়। প্রজেক্ট টুমরোর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও  সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রজেক্ট  টুমরো ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি দ্রুত উদীয়মান সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যারা ইতোমধ্যে ২১টি এন্টারপ্রাইস সফটওয়্যার প্রস্তুত করেছে এবং আরও ১৩টি  সফটওয়্যার ডেভেলপ করছে বিভিন্ন পর্যায়ে। প্রজেক্ট  টুমরো মূলত একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোকাসড সফটওয়্যার কোম্পানি —যারা এ আই, আইওটি, বায়োমেট্রিক ইত্যাদি টেকনোলজি নিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে।  

প্রজেক্ট টুমরো দেশীয় ফিন্যান্সিয়াল, নন ফিন্যান্সিয়াল, হসপিটালসহ অন্যান্য কোম্পানির জন্য কাস্টমাইজড সফটওয়্যার ডেভেলপ করছে যাতে করে রিয়েল লাইফ প্রব্লেমের সলিউশন হয়। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
এনবিআরের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রামে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’