X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

গভীর রাতে ৯৯৯ এ কল, ১০ বছরের শিশু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার মধ্যরাতে তাকে উদ্ধার করে শাহজানপুর থানা-পুলিশ। চট্টগ্রাম থেকে রামেল হাওলাদার নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শিশুকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাত ১টার দিকে রামেল হাওলাদার ৯৯৯-এ ফোন করে জানান, তার বোন মনি প্রায় এক মাস আগে নিখোঁজ হয়। তাকে শাহজাহানপুর থানা এলাকায় আটক করে রাখা হয়েছে। কিন্তু রামেল হাওলাদার কোনও ঠিকানা বলতে পারেন না। তবে পুলিশকে একটি মোবাইল নম্বর দেন, যে নম্বর থেকে ওই শিশুর সঙ্গে কথা হয়েছে। পুলিশ সেই নম্বরে কথা বলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই শিশুর অবস্থান জানতে পারে। পরে রামেল হাওলাদারের সৎভাই রামেল হাওলাদার ও তার মামা রাশেদ উদ্দিন থানায় এলে তাদের উপস্থিতিতে দীপ শিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক জেবুন নেছা ডলির বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেবুন নেছা ডলি পুলিশকে জানান, প্রায় দেড় মাস আগে ঝর্ণা নামে এক নারী ওই শিশুকে তার বাসায় কাজের জন্য রেখে যায়। শিশুটির নানি ফাতেমা খাতুন ও মামা মো. রাশেদ উদ্দিন নোয়াখালীর হাতিয়া থেকে ঝর্ণার মাধ্যমে ঢাকায় কাজের জন্য শিশুটিকে পাঠান। তাকে কোনও মারধর ও আটক করে রাখা হয়নি বলে জানায় শিশুটি। তাকে কাজের জন্য রাখায় জেবুন নেছা ডলি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোনও শিশুকে শ্রমসাধ্য কাজে নিয়োজিত করবেন না বলে অঙ্গীকার করেন।

এ বিষয়ে রামেল হাওলাদার ও রাশেদ উদ্দিনের কোনও অভিযোগ না থাকায় শিশুকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এবি/আরকে/
সম্পর্কিত
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের দায়িত্বে মহিউল ইসলাম
‘৯৯৯’ এ ইংরেজিতে সেবা পাবেন কূটনৈতিক মিশন ও বিদেশি পর্যটকরা
মধ্যরাতে আধা ঘণ্টা বিঘ্নিত হতে পারে ৯৯৯-এর সেবা
সর্বশেষ খবর
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী