X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

থমথমে কাওরান বাজার, আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৪

কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্দোলনকারীদের দাবি, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত প্রথম গরু জবেহ’ কর্মসূচি শেষ করে কাওরান বাজার ছাড়বেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে প্রথম আলো অফিসের সামনে মীর ফরহাদ নামে এক আন্দোলনকারী এ ঘোষণা দেন। 

এদিকে রাত ৯টার দিকে কাওরান বাজারে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী। পরে তিনি প্রথম আলো কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

প্রথম আলো কার্যালয়ের সামনে পুলিশের পাহারা (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে। রাত পৌনে ৮টার দিকে প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে তিন আন্দোলনকারীকে আটক করা হয়। তারা নিজেদের নাম ইউসুফ, শাহরিয়ার জামান ও মো. শফিকুল ইসলাম বলে পরিচয় দেন। এর মধ্যে শাহরিয়ার নিজেকে খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব বলে দাবি করেন।

পরে পুলিশ সূত্রে জানা যায়, মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা একটি গরু জবাই করে সেখানে রান্নার আয়োজন করেন। 

জানা যায়, সন্ধ্যায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর জবাই করা গরুর মাংস ও রান্নার অন্যান্য সরঞ্জাম অন্যত্র নিয়ে যান আন্দোলনকারীরা। তখন তারা জানিয়েছিলেন, অন্যত্র রান্না করে খাবার এখানে আনা হবে।

প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
বিকৃত যৌনাচার: বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ২
সর্বশেষ খবর
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
তিন বিভাগে বৃষ্টির আভাস
তিন বিভাগে বৃষ্টির আভাস
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী