X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। 

এ দিন আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এরপর তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনির আখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। পরে এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে ‘পলায়নরত অবস্থায়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর কয়েক দফা রিমান্ড শেষে পুনরায় (৩০ অক্টোবর) শাহবাগ থানার ভোটচুরির মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে দেয় আদালত। এরপর ১৫ নভেম্বর কারাগারে পাঠায় আদালত। সবশেষ গত ২০ নভেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইশরাকের
মব সামলিয়ে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি
জাকির গ্রুপের হামলায় ডিআরইউ সভাপতিসহ ১০ সাংবাদিক আহত
সর্বশেষ খবর
গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনলো গ্রামীণফোন ও সুখী
গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনলো গ্রামীণফোন ও সুখী
ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ
ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ
জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিলো বিএসএফ
মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিলো বিএসএফ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ