X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বদরুদ্দীন উমরের জন্মদিন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

ইতিহাস রচনায় অনন্য এক খ্যাতিমান তিনি, চিন্তায় বিদ্রোহী, মার্ক্সবাদী বিপ্লবী বদরুদ্দীন উমরের জন্মদিন আজ শুক্রবার (২০ ডিসেম্বর)। চুরানব্বই বছরে পা দেবেন বাংলাদেশের রাজনীতির বিশ্বস্ত এই ইতিহাসবিদ। দেশের প্রবীণ এই রাজনীতিকের ৯৩তম জন্মদিন উপলক্ষে বিকালে রাজধানীর তোপখানা রোডে বসবে আলোচনা সভা। সেখানে স্মৃতিচারণ করবেন তার সহকর্মী, বন্ধু-স্বজন, রাজনৈতিক কর্মীরা। 

‘আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, রোববার, দুপুর দুটোয়।’ এভাবে নিজের জন্ম সম্পর্কে লিখেছেন বদরুদ্দীন উমর তার ‘আমার জীবন’ গ্রন্থের ভূমিকায়। 

সার্বক্ষণিক রাজনীতি ও লেখালেখির যুক্ত হওয়ার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বদরুদ্দীন উমর। ১১ বছরের শিক্ষকতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি। তার পিতা আবুল হাশিম, ভারত উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক। 

জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত জন্মদিন সভায় অংশ নেবেন রাজনৈতিক দলের নেতারাও। কাউন্সিল সংগঠক মিতু সরকার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপমহাদেশের বিশিষ্ট মার্ক্সবাদী তাত্ত্বিক, চিন্তাবিদ ও ইতিহাসবিদ, জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরের ৯৩তম জন্মদিন আগামীকাল।

এ উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে শুক্রবার বিকালে তোপখানা রোডস্থ শিশু কল্যাণ ভবনের চার তলায় ৪০৩ নং কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‘একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস জনযুদ্ধেরই ইতিহাস’ শীর্ষক এই আলোচনা সভায় আলোচনা করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। 

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের আলোচনাআর যেন কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়: আলী রীয়াজ
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের যেসব বিষয়ে আলোচনা হলো
ট্রাম্পের শুল্ক স্থগিত: করণীয় নির্ধারণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান ব্যবসায়ীদের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে