X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মারা গেছেন একজন ক্রিকেটারও 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৬:৩২আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:৩২

ভারতের আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত ক্রীড়াঙ্গনও। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ২৪০ জনের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী দির্ধ প্যাটেল। ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে এমএসসি করেছেন তিনি। ছিলেন একজন প্রতিভাবান ক্রিকেটার। 

আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় মাত্র একজন ব্যক্তি বেঁচে গেছেন। কর্তৃপক্ষ উদ্ধারকৃত ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

দির্ধ প্যাটেল কোনও সাধারণ ছাত্র ছিলেন না। গুজরাটের বাসিন্দা দির্ধ সম্প্রতি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। তার প্রাক্তন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর এআই রিডার ড. জর্জ বারগিয়ান্নিস, দির্ধ প্যাটেলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ‘তিনি শুধু মেধাবীই ছিলেন না, পড়াশোনার মাধ্যমে বিশ্বে যে প্রভাব ফেলতে পারবেন, সে বিষয়েও গভীরভাবে আগ্রহী ছিলেন। ক্লাসরুমের বাইরেও ভাবনাগুলোকে একে-অপরের সঙ্গে যুক্ত করার এক বিরল ক্ষমতা ছিল তার।’

কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি দির্ধ প্যাটেল ক্রিকেট নিয়েও সমান আগ্রহী ছিলেন। ২০২৪ সালে লিডস মডার্নিয়ানস ক্রিকেট ক্লাবে এয়ারডেল অ্যান্ড ওয়ার্ফডেল সিনিয়র ক্রিকেট লিগে তাদের বিদেশি খেলোয়াড় হিসেবে যোগ দেন। একজন ধারাবাহিক পারফর্মার এবং দারুণ সতীর্থ হিসেবে তার উপস্থিতি মাঠে দক্ষতা এবং উদ্দীপনা উভয়ই নিয়ে আসতো।

ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই খবরে ভীষণ মর্মাহত। দির্ধ আমাদের দলে শক্তি, নিষ্ঠা এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছিলেন। তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না—আমাদের পরিবারের অংশ ছিলেন। এই অকল্পনীয় কঠিন সময়ে আমরা তার প্রিয়জনদের পাশে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
‘সময় নষ্ট নিয়ে ভারতের অভিযোগের কোনও অধিকার নেই’
শুরুর দিনেই অজিদের নাটকীয় ব্যাটিং ধস
বাংলাদেশ সফর বাতিল, এবার ভারতকে সিরিজ আয়োজনের প্রস্তাব শ্রীলঙ্কার 
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত দুই
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত দুই
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’